Loan EMI: মাথায় হাত গ্রাহকদের! এই ব্যাঙ্কের গ্রাহকদের এবার ঋণের উপর গুণতে হবে বেশি টাকা

Customers of this bank will have to pay higher EMIs on the loan this time: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে সুদের হার বাড়তে চলেছে ১৫ই এপ্রিল ২০২৪ থেকে। মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ট লেন্ডিং রেট বারানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এই নতুন নিয়ম কার্যকর করা হবে সোমবার ১৫ ই এপ্রিল ২০২৪ থেকে। এর ফলে ঋণগ্রহীতাদের সুদের (Loan EMI) হার স্বাভাবিক নিয়মেই বেড়ে যাবে। ১৪-০৪-২৪ অব্দি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর এমসিএলআর ছিল ০.০৫ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ০.১০ শতাংশ।

কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার পর গ্রাহকদের জন্য ধার্য করা সর্বনিম্ন সুদের হার কে বলে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ট লেন্ডিং রেট বা এমসিএলআর। সর্বনিম্ন সুদের হার বাড়লে স্বাভাবিক নিয়মেই অনেক বেশি পরিমাণ সুদ (Loan EMI) দিতে হবে গ্রাহকদের। নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রত্যেকটা ব্যাংককেই এমসিএলআর ঘোষণা করতে হয়। সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে এমসিএলআর ০.০৫ শতাংশ থেকে বাড়িয়ে ০.১০ শতাংশ করার ঘোষণা করা হয়েছে।

সাধারণত কোন ঋণ প্রদানকারী সংস্থা তার গ্রাহকদের জন্য সর্বনিম্ন সুদের হার কত ধার্য করবে তা নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর ধার্য করা সুদের হারের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান গুলির এমসিএলআর নির্দিষ্ট করা হয়। ২০১৬ সালে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এমসিএলআর চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থাগুলি যাতে গ্রাহকদের ঋণ দেবার ক্ষেত্রে নীতিগত নিয়মের রক্ষা এবং উন্নতি করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমসিএলআর নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ থেকে ৮.৬০ শতাংশের মধ্যে।

আরও পড়ুন 👉 Loan Rules Changed: বদলে যাচ্ছে লোনের নিয়ম, এই নির্দেশিকা মানতে হবে ঋণদাতাদের, দুর্দান্ত সুবিধা পাবেন ঋণগ্রহীতারা

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সময়সীমার উপর ভিত্তি করে এমসিএলআর এর পরিমাণ বাড়িয়েছে, ওভার নাইট সময়সীমার ক্ষেত্রে আগে এমসিএলআর ছিল ৮ শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৫ শতাংশ। ১ মাসের সময়সীমার ক্ষেত্রে বর্তমান এমসিএলআর হয়েছে ৮.২০ শতাংশ, ৩ মাস সময় সীমার ক্ষেত্রে ৮.৪৫ শতাংশ, ৬ মাস সময়সীমার ক্ষেত্রে ৮.৭০ শতাংশ হয়েছে বর্তমান এমসিএলআর। ১ থেকে ২ বছরের সময়সীমার জন্য এমসিএলআর রাখা হয়েছে ৮.৮৫ শতাংশ এবং তিন বছর সময়সীমার জন্য ধার্য করা হয়েছে ৮. ৯০ শতাংশ এমসিএলআর।

এমসিএলআর এর পরিমাণ বেড়ে গেলে গৃহঋণ বা গাড়ির ঋণের মতন ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার (Loan EMI) বেড়ে যাবে। কিন্তু এই পরিবর্তন সাথে সাথেই কার্যকর করা হয় না। এইটুকুই স্বস্তি পাচ্ছেন ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের গ্রাহকরা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও কোনরকম পরিবর্তন ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে ঋণের ক্ষেত্রে ইএমআই (Loan EMI) কমার কোন সম্ভাবনা নেই বললেই চলে।