Top 5 EV in India: পেট্রোল, ডিজেল অতীত! এবার এই গাড়ি দেবে একচার্জে ৪০০ কিমি মাইলেজ

Customers will be looking out for these Top 5 EVs in India in the coming years: পরিবেশের কথা চিন্তা করে এবং খরচের কথা ভেবে অনেকেই বর্তমানে পেট্রোল গাড়ি কেনা বন্ধ করে দিয়েছে। নতুন বছর সবাই শুরু করতে চাইছে নতুন উন্মাদনায়। তাই গাড়ি কেনই বা হবে পুরনো ধাঁচের? সেইজন্য ইভি গাড়িকে সবাই আমন্ত্রণ জানাচ্ছে এই নয়া বছরে। জ্বালানিতে চলা গাড়ি কিন্তু মাইলেজ দেবে বাধ্যতামূলক, আর বৈদ্যুতিক গাড়িতে আপনি রেঞ্জ পাবেন ভালো। গাড়ির রেঞ্জের ওপর এর জনপ্রিয়তা নির্ভর করবে। ভারতে কোন কোন ইলেকট্রিক গাড়ি বর্তমানে জনপ্রিয়তা অর্জন করেছে আসুন জেনে নিই চটজলদি (Top 5 EV in India)।

চলতি বছরে আপনি কি নতুন গাড়ি কেনার কথা চিন্তা করছেন? আজকের প্রতিবেদনটি পড়লে আপনার কাছে থাকবে পাঁচটি ইলেকট্রিক গাড়ির অপশন। আপনি চাইলে এই পাঁচটি গাড়ির (Top 5 EV in India)মধ্যে পছন্দসই গাড়ি নিজের জন্য কিনতে পারেন। যারা ইলেকট্রিক গাড়ি পছন্দ করেন তাদের এই গাড়িগুলোর ফিচারস এক নজরেই পাগল করে দেবে। একবার চার্জ দিলেই এই গাড়িগুলোর রেঞ্জ দিতে পারবে আপনাকে প্রায় ৪০০ কিলোমিটার। ভারতে মাহিন্দ্রা তৈরি করেছে অত্যাধুনিক ফিচারস সম্পন্ন বৈদ্যুতিক গাড়ি। ভারতের অন্যতম শক্তিশালী এবং ধনী গাড়ির সংস্থাগুলোকে টক্কর দিতে একেবারেই যথেষ্ট। মাহিন্দ্রা শুধুমাত্র পেট্রল গাড়িতে জনপ্রিয়তা অর্জন করেছে তা নয় বৈদ্যুতিক গাড়িতেও সমানভাবে জনপ্রিয়। মাহিন্দ্রার এই ইভি গাড়িতে ফুল চার্জে ৪৫৬ কিলোমিটার রেঞ্জ দেবে। এর স্টাইলিশ লুক গ্রাহকের আকৃষ্ট করবে সহজেই। অবশ্য আগামী দিনে মাহিন্দ্রা আরো উন্নত ইভি আনার পরিকল্পনা করছে। ভারতে এই গাড়ির দাম ১৫.৯৯ লাখ টাকা।

বিশ্ব দরবারে ইলেকট্রিক গাড়ির প্রথম পরিচয় ঘটায় টেসলা। কিন্তু টেসলাকে বিশ্বের গাড়ির বাজারে জবরদস্ত টেক্কা দিয়েছে এই কোম্পানিটি। এই গাড়িটির চাহিদা সারা পৃথিবীতে কিন্তু প্রচুর। কারণ বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় এর জনপ্রিয়তা অবাক করার মতো যার নাম হলো BYD Atto 3 (Top 5 EV in India)। গাড়িটি জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ হলো, হাই রেঞ্জ এবং লাক্সারি ডিজাইন ও কমফোর্ট। BYD Atto 3-এ ফুল চার্জ দিকে রেঞ্জ পাওয়া যাবে ৫২১ কিলোমিটার। এর রেঞ্জ টাটা নেক্সনের থেকে অনেকটা বেশি। ভারতে এই মিড-সাইজ ইলেকট্রিক SUV কেনার জন্য খরচ করতে হবে ৩৩.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন 👉 Xiaomi SU7 EV: ৫ মিনিট চার্জ দিলেই ছুটবে ২২০ কিমি! নতুন EV কার আনছে Xiaomi

তালিকার দ্বিতীয় স্থানে আলোচনা করা যেতে পারে টাটা নেক্সন ইভি গাড়ির কথা(Top 5 EV in India)। খুব সহজেই গাড়িপ্রেমীদের এই গাড়িটি আকর্ষিত করেছে। যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারবে ৪৩৭ কিলোমিটার। গ্রাহকদের পছন্দসই সমস্ত ফিচারস আছে এই গাড়িটিতে। টাটা মোটরস ভারতে দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি। বিশ্ব দরবারে তারা প্রায় সময় নিয়ে আসে নয়া চমক। গাড়িটি কিনতে গেলে এক্স-শোরুম বাবদ খরচ পড়বে ১৪.৭৪ লাখ টাকা। পাশাপাশি জেনে রাখুন এদেশে একাধিক সস্তা ও SUV বিক্রি করে হুন্ডাই। এটি আসলে দক্ষিণ কোরিয়ার একটি নামকরা গাড়ির কোম্পানি। শুধু ভারতে নয় বিশ্বে এর জনপ্রিয়তা প্রচুর এবং এর নতুন লঞ্চ হওয়া ইলেকট্রনিক গাড়ির নাম হল Kona Electric। গাড়ির রেঞ্জ দেবে দুর্দান্ত। গাড়িটি কিনতে গেলে দাম পড়বে ২৩.৮৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

তালিকার পরবর্তীতে থাকা গাড়ির কোম্পানিটির নাম এর সঙ্গে আশা করি অনেকেই পরিচিতি। মরিস গ্যারাজ বা MG Motor আসলে একটি ব্রিটেনের কোম্পানি (Top 5 EV in India)। বর্তমানে ভারতীয় বাজারে তাদের জনপ্রিয়তা অনেকটাই বেশি। গতবছর গাড়ির বাজারে সবথেকে সস্তা এবং দামি Comet EV লঞ্চ করে সকলকে অবাক করেছে এই সংস্থা। যার দাম হলো ৭.৯৮ লাখ টাকা। কিন্তু গাড়ির রেঞ্জ ZS EV এর তুলনায় কম। কারণ ZS ফুল চার্জে ৪৬১ কিলোমিটার রেঞ্জ দেয়। এটি একটি SUV গাড়ি কিন্তু এর ইঞ্জিন অনেকটাই ভালো। গাড়ির দাম হলো ২২.৮০ লাখ টাকা।