UPI Payment Rule: বদলে যাচ্ছে UPI পেমেন্টের নিয়ম! এবার অনেক বেশি সুবিধা পাবেন গ্রাহকরা

Customers will get more benefits due to the change in UPI Payment Rule: যত দিন যাচ্ছে ততই প্রযুক্তিগত উন্নতি ঘটছে। উন্নত হচ্ছে লেনদেন ব্যবস্থার। আর সেই লেনদেন ব্যবস্থাকে আরো উন্নত করে তুলতে ইউপিআই পেমেন্টে নিয়ে বড় সিদ্ধান্ত নিল আরবিআই। বদলানো হবে ইউপিআই পেমেন্ট সিস্টেম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নতুন নিয়ম (UPI Payment Rule)। চলুন জেনে নেওয়া যাক UPI পেমেন্টের নিয়মে কি বদল হতে চলেছে।

প্রসঙ্গত, পূর্বে দূরবর্তী যোগাযোগের জন্য ব্যবহৃত হতো টেলিফোন। পরবর্তীতে তা উন্নত হয়ে কিপ্যাড ফোনের প্রচলন ঘটে। তারপর ধীরে ধীরে টেলি যোগাযোগে ক্রমশ উন্নতি ঘটতে থাকে। কিপ্যাড থেকে অ্যান্ড্রয়েড সেট বাজারে আসে। ২জি, ৪জি বর্তমানে ৫জি অ্যান্ড্রয়েড সেট চালু হয়েছে। টেলি যোগাযোগে যেমন উন্নতি ঘটেছে তেমনি লেনদেন ব্যবস্থাও উন্নত হয়েছে।

পূর্বে অর্থ লেনদেন করার জন্য মানুষকে কাজের সময় নষ্ট করে ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে টাকা তোলা ফেলা করতে হতো। তবে বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে ব্যক্তিদের আর ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ফেলা করতে হয় না। প্রয়োজনমতো এটিএম এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে অর্থ লেনদেন করেন। যা বর্তমানে আর্থিক লেনদেনে বিশেষ ভূমিকা পালন করছে। আর সেই অনলাইন ইউপিআই পেমেন্টের নিয়মেই (UPI Payment Rule) বদল আনতে চলেছে RBI।

সাম্প্রতিক সময়ে ছোটখাটো মোদির দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল, রেস্টুরেন্ট সব জায়গাতেই ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রয়েছে। সমস্ত জায়গাতেই ব্যবহার হচ্ছে ইউপিআই পেমেন্ট। ফোনপে, গুগলপে, এটিএম প্রভৃতি অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ সহজেই অর্থ আদান-প্রদান করতে পারছেন। তা বেশ কিছু বছর ধরে মনুষ্য জীবনে বিশেষ গুরুত্ব আরোপ করছে। সেই ইউপিআই সিস্টেম নিয়েই বড় সিদ্ধান্ত প্রকাশ করল আরবিআই।

আরও পড়ুন 👉 Railway UPI Payment: কাউন্টারে টিকিট কেটেও পেমেন্ট নিয়ে চিন্তা নেই! এইসব স্টেশনে চালু হয়ে গেল UPI পেমেন্ট

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেন করতে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওয়ালেটের টাকা ব্যবহার করা যেত। তবে এক্ষেত্রে ওয়ালেটের লিমিটেশন নিয়ে বহু ব্যবহারকারীরা অভিযোগ জানিয়েছেন। আর সেই সমস্যা দূর করতেই আরবিআই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়ালেটের টাকা ইউপিআই-এ লেনদেন করার নিয়ম চালু করতে চলেছেন।

RBI-এর দ্বারা জানা গেছে, এবার থেকে পিপিআই হোল্ডাররা থার্ড পাটি ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিপিআই লিঙ্ক করতে পারবেন (UPI Payment Rule)। যার ফলে পিপিআই হোল্ডাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের মতোই ইউপিআই পেমেন্ট করতে পারবেন।