‘দিদিকে বলো’তে গিয়ে কাটমানির মুখোমুখি তৃণমূল নেতা, অভিযোগ অস্বীকার নেতৃত্বের

Shyamali Das

Updated on:

চন্দন কর্মকার : দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের প্রশ্নের সম্মুখীন তৃণমূল শহর সভাপতি ও তৃণমূল কাউন্সিলর। উঠে এলো সেই কাটমানি প্রসঙ্গ। স্থানীয়দের অভিযোগ, কাটমানি দিতে না পারায় আসেনি সরকারি প্রকল্পের ঘর। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া ব্লকের সাঁইথিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। শুক্রবার সাঁইথিয়ার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাঁইথিয়া শহরের তৃণমূল সভাপতি পিনাকি লাল দত্ত এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর মানস সিং দিদিকে বলো’র প্রচারের কর্মসূচি নিয়ে বের হন। তারপর তারা কাটমানি প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন ওই ওয়ার্ডের তুর্কি পাড়ায়। এছাড়াও সাবমারসিবল তুলে নেওয়ার প্রসঙ্গ ওঠে রথতলা পাড়াতে।

সাঁইথিয়ার ১০ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জীবন দাসের অভিযোগ, সরকারি প্রকল্পের বাড়ি আগেই তার এসেছিল। সেসময় কুড়ি হাজার টাকা চাওয়া হয়েছিল বাড়ি নেওয়ার জন্য। কিন্তু তিনি কোনভাবে জোগাড় করে দশ হাজার টাকা তুলে দিয়েছিলেন, বাকি টাকা দিতে পারেননি। তাই তার সেই পর্যায়ে বাড়ি হয়নি।

অন্যদিকে জলের সমস্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ওই দুই তৃণমূল নেতাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ সাবমারসিবল তুলে নেওয়ার, যে কারণে জলকষ্ট ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

টাকা নেওয়ার প্রসঙ্গকে এড়িয়ে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে সাঁইথিয়া শহর তৃণমূল সভাপতি পিনাকি লাল দত্ত জানান, “আমাদের যে পরিমাণ বাড়ি রয়েছে তার থেকে অনেক বেশি চাহিদা এলাকায়। তাই ধীরে ধীরে সবই হচ্ছে। যিনি অভিযোগ করছেন তার বাড়ি চলে এসেছে। আগামী দিনে অন্যান্যদেরও আসবে।”