সাইকেলিং করার সাথেই গম পেষা, যুগান্তকারী আবিষ্কার এক ভারতীয় মহিলার

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সময় ও পরিস্থিতি মানুষের চরিত্র গঠনে সহায়ক হয়। আর এই পরিস্থিতি মানুষের অভ্যাস গড়ে তোলে। পরিস্থিতি অনুযায়ী মানব চরিত্রের অভ্যাসের পরিবর্তন হয়। ঠিক যেমন করোনা পরিস্থিতিতে গৃহবন্দী সময়ে ঘরে থাকতে থাকতে অলসতা, কুঁড়েমি আমাদের গ্রাস করছে। আর এর থেকেই আমাদের ওজন বৃদ্ধি, স্বাস্থ্যের ক্ষতি ইত্যাদি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।

Advertisements

এদিকে লকডাউনের ফলে বাইরে যাতায়াত বন্ধ হয়ে গেছে আমাদের।‌ সমস্ত কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা হয়ে গিয়েছি ঘরবন্দি। হাতে আমাদের অঢেল সময়। এই সময়কে কাজে লাগিয়েই আমরা ঘরে বসে গৃহস্থালির কাজ করতে পারি, আবার উপার্জনও করতে পারি।

Advertisements

অনেকেই যেমন ঘরে বসে বিভিন্ন রকম গহনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস তৈরি করেন আর তা অনলাইনের মাধ্যমে বিক্রি করে উপার্জন করেন। এ রকমই একজন কর্মরত মহিলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে তার কাজের পদ্ধতি এবং কাজের মাধ্যম দুটোই অভিনব।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মহিলা ঘরে বসেই সাইকেলিং করছেন। ভিডিওটি আরও একটু সময় নিয়ে লক্ষ্য করলে বোঝা যাবে এই সাইকেলটি আসলে একটি মেশিন। এটি একটি আটার চাকি।মহিলাটি সাইকেল চালাচ্ছেন আর এই শক্তি কাজে লাগিয়েই গম থেকে আটা হয়ে যাচ্ছে। যাকেই বলে, সাইকেলিং করার সাথেই গম পেষা।

আইএএস অফিসার অবনীশ শরণ সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। মহিলাটির নাম পরিচয় জানা না গেলেও ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে কত সহজ ভাবে এত কঠিন একটি কাজ সম্পন্ন করছেন ইনি। এই কাজটি করার মধ্য দিয়ে মহিলাটির একই সঙ্গে ব্যায়ামও হচ্ছে অন্যদিকে তার ঘরের কাজও হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ভিডিওটি ভীষণভাবে প্রশংসিত হয়েছে।

Advertisements