Cyclogenesis Probability: বঙ্গোপসাগরে ফের দেখা দিতে পারে সাইক্লোন, তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cyclogenesis Probability: গতমাসে সাইক্লোন ডানা নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছিল এই সাইক্লোনের জন্য। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে বিভিন্নরকম ব্যবস্থা নিয়েছিল দুই রাজ্যের প্রশাসন। সাইক্লোন ডানা অবশ্য বেশি ক্ষতি করেছে ওড়িশা উপকূলে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকাতে এই সাইক্লোনের প্রভাব লক্ষ্য করা গেছে। আজকের প্রতিবেদনে জানা যাবে সাইক্লোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে।

Advertisements

শোনা যাচ্ছে যে আবারো সাইক্লোনের তান্ডব দেখা দিতে পারে। এর মধ্যেই ফের একটি সাইক্লোন তৈরির পরিস্থিতির কথা জানিয়েছে একটি সংবাদ সংস্থা। আইএমডি সূত্র ধরে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। এই খবরের সত্যতা কতটা তা যাচাই করে দেখতে হবে। সত্যি কি হানা দেবে সাইক্লোন? সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি (Cyclogenesis Probability) দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করা হচ্ছে৷আউটলুকের যে তথ্য সামনে এসেছে সেটা অনুযায়ী, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ আশঙ্কা করা হচ্ছে হয়তো ৫ই নভেম্বর এর প্রভাব লক্ষ্য করা যাবে।

Advertisements

আরো পড়ুন: দানার পরেই চোখ রাঙ্গাচ্ছে নতুন ঘূর্ণিঝড়, কবে আসছে জানুন বিস্তারিত

সাইক্লোনটি (Cyclogenesis Probability) হয়তো ধীরে ধীরে পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে যাচ্ছে এবং তামিলনাড়ুর দিকে ৯ই নভেম্বর চলে যাবে। খবর অনুযায়ী মারাত্মক প্রভাব ফেলবে না এই সাইক্লোন। ECMM পূর্বাভাস অনুসারে, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ থেকে ৬০ শতাংশ৷ ৭ই নভেম্বর বঙ্গোপসাগরে এই পরিস্থিতি পরিলক্ষিত হবে।

Advertisements

আরো পড়ুন: রাজ্যের কোন স্কুলে কত শূন্য পদ? জানেই না পশ্চিমবঙ্গ সরকার! RTI-এ মিলল অবিশ্বাস্য তথ্য

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে কোমোরিন এলাকায় নভেম্বর ১ থেকে নভেম্বর ৭-র মধ্যে তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশন, আইএমডি ডায়নামিকাল স্ট্যাটেস্টিক্যাল মডেল অনুসারে সাইক্লোনজেনেসিস প্রবাবিলিটি (Cyclogenesis Probability) ফোরকাস্ট এমনটাই বলছে। আশঙ্কা করা হচ্ছে যে হয়তো নভেম্বরের ৮-১৪ তারিখে ২০-৩০ শতাংশ সম্ভবনা রয়েছে সাইক্লোজেনেসিসের৷ আউটলুক এর তথ্য অনুসারে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিসের সম্ভাবনা একেবারে মিথ্যে নয়।

আইএমডি-র জারি করা অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিন আবার অন্য কথা বলেছে। মনে করা হচ্ছে যে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই৷ পাশাপাশি আইএমডি নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস জানিয়েছে যে, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনরকম ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নেই। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

Advertisements