কতক্ষণ থাকবে ঘূর্ণিঝড় আমফানের দাপট, কি বলছে হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় আমফান। ১০০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে এই ঘূর্ণিঝড়। বুধবার বিকালে দিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। গতিবেগ থাকবে ঘন্টায় ১৫৫ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। তবে সুপার সাইক্লোনে পরিণত হওয়া এই ঘূর্ণিঝড় স্থলভাগের আছড়ে পড়ার পর কতক্ষণ তার দাপট বজায় রাখবে? এই প্রশ্নই জাগছে সবার মনে।

কতক্ষণ দাপট বজায় থাকবে ঘূর্ণিঝড় আমফানের?

হাওয়া অফিসের তরফ থেকে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, প্রবল গতিতে স্থলভাগে আছড়ে পড়ার পর ১২ ঘন্টা দাপট থাকবে এই ঘূর্ণিঝড় আমফানের। সবচেয়ে বেশি দাপট দেখা যাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। তাদের থেকে কিছুটা কম দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। তারপর নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে গভীর নিম্নচাপ হিসেবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে ঝড়-বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত অনুমান করা হচ্ছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে।আর অন্যান্য জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঝড়ের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি।

হাওয়া অফিসের তরফ থেকে ঘূর্ণিঝড় আমফানের দাপট বজায় থাকা নিয়ে যতটুকু অনুমান করা হচ্ছে তা হল, বুধবার বিকাল ৫ টা থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে ভালোভাবে লক্ষ্য করা যাবে। আর সেই দাপট থাকবে রাতভর। বৃহস্পতিবার ভোর ৫টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সাত জেলায় দাপট দেখানোর পর মুর্শিদাবাদ ও নদিয়া হয়ে বুধবার বিকালে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়ে চলে যাবে বাংলাদেশের দিকে।