শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কতটা প্রভাব পড়তে পারে বাংলায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সময়ের পরিপ্রেক্ষিতে আরও ঘনীভূত হতে শুরু করেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। শনিবারের তুলনায় রবিবার এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করেছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে এই মুহূর্তে নিম্নচাপটির সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এরই পাশাপাশি আগামী কয়েক ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস।

Advertisements

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে অশনি। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এই অশনি উত্তর দিকে বয়ে যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে যেহেতু এই নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অবস্থান বাংলা উপকূল থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে, সুতরাং এর প্রভাব পূর্ব ভারতের কোন রাজ্যেই পড়বে না।

Advertisements

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির কোন প্রভাব পশ্চিমবঙ্গের উপর না পড়লেও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে। আগামী তিন-চার দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, যে ঘূর্ণিঝড় অশনি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার মতো এখনো পর্যন্ত কোন লক্ষণ পাওয়া যায়নি। এর ফলে রাজ্যের তাপমাত্রা কমার মতো কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে না। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাংলা জুড়ে পুরোমাত্রায় গরম বজায় থাকবে।

যতদিন যাবে ততো তাপমাত্রার পারদ বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে সুখবর হিসাবে যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা হলো, তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপপ্রবাহ খুব একটা লক্ষ্য করা যাবেনা। কারণ এই তাপপ্রবাহ সৃষ্টি করার ক্ষেত্রে বাধা হবে নিয়মিত ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখী। তবে যে রাজ্যে জলীয়বাষ্প প্রবেশ করলে ভ্যাপসা গরম ভোগাবে বাসিন্দাদের।

Advertisements