Another cyclone has formed in the South Indian Ocean: সম্প্রতি বাংলাদেশ ও মায়ানমার দেখেছে সাইক্লোন মোখার দাপট। এই ঘূর্ণিঝড়টি মায়ানমারে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর তবেই শক্তি হারায়। কিন্তু, কেউ জানেই না যে অপেক্ষা করছে আরও বড় সাইক্লোন (Cyclone Fabien)। মোকার পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়েন। এই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার গতিকেও হার মানাতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের একাংশের। এ মাসেই হয়তো তীব্র বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
তাই ঘূর্ণিঝড়ের হাত থেকে নিস্তার নেই মানুষের। মোখা ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবার ফ্যাবিয়েন (Cyclone Fabien) নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ দুঃসংবাদ শুনিয়েছেন যে, এরইমধ্যে দক্ষিণ ভারত মহাসাগরে নতুন আরো একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে শুরু করেছে। রবিবারই জুম আর্থে এই ঘূর্ণাবর্তের স্যাটেলাইট ইমেজ ধরা পড়েছে।
নতুন সৃষ্ট এই ঘূর্ণিঝড়রটির নাম রাখা হয়েছে ফ্যাবিয়েন (Cyclone Fabien)। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গেছে যে, প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে। সোমবার কিন্তু তার গতিবেগ পৌঁছে গিয়েছে ১০০ কিলোমিটারে। আস্তে আস্তে গতি বাড়বে এই ঝড়ের। এই মঙ্গলবার ১২০ কিলোমিটার সঞ্চয় করবে ঘূর্ণিঝড়টি। তারপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাইক্লোন ফ্যাবিয়েনের গতি পৌঁছবে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারে।
এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ফ্যাবিয়েন কোন জায়গায় কিংবা ঠিক কোন দেশের কোন উপকূলভাবেগ আছড়ে পড়বে তা সঠিকভাবে জানা যায়নি। তার সাথে ল্যান্ডফলের দিনক্ষণ কিংবা সেই মুহূর্তের গতি সম্পর্কেও স্পষ্ট কোনও ধারণা করা সম্ভব হয়নি। তবে মোখার প্রভাবে আতঙ্কে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। ফ্যাবিয়েন কতটা শক্তিশালী হয়ে আসবে, সেটাই এখন অপেক্ষার। আশঙ্কা করা হচ্ছে, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি।
অন্যদিকে, পর পর সব ঘূর্ণিঝড় লাইন দিয়ে অপেক্ষায়। বঙ্গোপসাগর এবং আরব সাগরে পরবর্তী যেসব ঘূর্ণিঝড়গুলি তৈরি হবে, সেগুলি যথাক্রমে বাংলাদেশের নামকরণ করা ‘বিপর্যয়’, ভারতের নামকরণ করা ‘তেজ’, ওমানের নাম দেওয়া ‘রিমাল’, পাকিস্তানের নামকরণ করা ‘আসনা’, কাতারের নাম দেওয়া ‘ডানা’ এবং সৌদি আরবের ‘ফিনগাল’, ইরানের ‘হামুন’, মালদ্বীপের নাম দেওয়া ‘মিধালি’, মায়ানমারের নামকরণ করা ‘মিচাউঙ্গ’। অপরদিকে, রবিবার বেলা ১২টা নাগাদ মায়ানমারের সিতওয়ে বন্দরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা। ঘণ্টায় যার গতিবেগ পৌঁছে গিয়েছিল প্রায় ২১০ কিলোমিটার। ঘূর্ণিঝড় প্রায় কার্যত তছনছ করে দেয় মায়ানমারের ওই ছোট্ট বন্দর। ছয় জন নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। আরও প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।