Cyclone Fengal Update: ঘূর্ণিঝড় ফেনজাল পৌঁছে গিয়েছে পন্ডিচেরির উপকণ্ঠে। ল্যান্ডফল থেকে সামান্যই দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। যার ফলে দূরত্ব বেড়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণিঝড় ফেনজলের খুব একটা প্রভাব না থাকলেও দক্ষিণের চারটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
ঘূর্ণিঝড় ফেনজালের (Cyclone Fengal Update) প্রভাবে গত কাল শনিবার গোটা দিনই আকাশের মুখ ছিল ভার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি চেন্নাই ও পন্ডিচেরি উপকূলে খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। ফলের শক্তি হারিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই পশ্চিমবঙ্গের আকাশে তার প্রভাব আগে তুলনায় অনেকটাই ক্ষীন হয়েছে।
আরো পড়ুন: হলুদ ট্যাক্সি উধাও হলে কেমন দেখাবে তিলোত্তমা নগরীকে, জানুন বড়সড় আপডেট সম্পর্কে
শনিবারের মতো না হলেও রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের চারটি জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সারাদিন রৌদ্রকরোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলিতেও আবহাওয়া তেমন কোন পরিবর্তন ঘটবে না।
শীতকালের আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো কুয়াশার আবির্ভাব। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে (Cyclone Fengal Update) তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বরের প্রথম কয়েক দিনে রাজ্যজুড়ে তেমন ঘন কুয়াশার পূর্বাভাস জানানো হয়নি। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বলে জানানো হয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে হালকা কুয়াশা পড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। তবে সপ্তাহ গড়ানোর সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গেই তাপমাত্রা নামতে শুরু করবে।