বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় হামুন, তাল কাটবে দক্ষিণবঙ্গের এই সকল জেলার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের (IMD) পূর্বাভাসকে সত্যি করে এখন শুধু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ নেমে আসার অপেক্ষায়। মূলত বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তা থেকে নিম্নচাপ (Depression) , সেই নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার কারণেই এমন আশঙ্কা তৈরি হয়েছে। নবমীর দুপুর থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে, দশমীতে দক্ষিণবঙ্গের (South Bengal) আরও কয়েকটি জেলায় তাল কাটবে বলে পূর্বাভাস।

Advertisements

বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার নাম হামুন (Hamoon)। এই নামকরণ করেছে ইরান। এটি আসলে একটি পারসি শব্দ এবং এর অর্থ হল ছোট দৈত্য। আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তেজ, সেটি দুর্বল হলেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় হামুন সবল হয়ে উঠবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে দিয়ে যাবে। বাংলাদেশের দিকে ধেয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের উপর সেই ভাবে আশঙ্কা নেই। তবে বৃষ্টি পিছু ছাড়বে না।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়া হামুন অবশ্য খুব একটা ক্ষতি দেখে আনতে পারবে না। কারণ এর ক্ষমতা এত বেশি নয় যে সে বড়োসড়ো ক্ষতি ডেকে আনবে। এছাড়াও যখন এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে যাবে এবং স্থলভাগে আছড়ে পড়বে তখন তার শক্তি অনেক ক্ষয় হয়ে যাবে।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করার পর ঘূর্ণিঝড় হামুন বৃহস্পতিবার আছড়ে পড়বে চট্টগ্রাম উপকূলে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বাংলাদেশের কিছুটা অংশে প্রবেশ করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবে পরোক্ষভাবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এবং হুগলিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

Advertisements