নিজস্ব প্রতিবেদন : আগেই হাওয়া অফিসের (IMD) তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই পূর্বাভাসে জানানো হয়েছিল, দুর্গাপুজোর সময়ই বদলে যাবে রাজ্যের আবহাওয়া। এই পূর্বাভাসকে সত্যি করে নবমী থেকেই ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা পড়তে শুরু করেছে। তবে প্রথমদিকে নিম্নচাপের (Low Pressure) প্রভাবে এমনটা হবে জানানো হলেও এখন নাকি সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে চলেছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলের দিকে এগোতে শুরু করেছে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে হামুন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করেছে এপার ও ওপার বাংলার বাসিন্দাদের মধ্যে।
তবে এই ঘূর্ণিঝড়ের ফলাফল কি হবে তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হচ্ছে তাতে আশঙ্কার খুব একটা কারণ নেই। ২৫ অক্টোবর একাদশীর বিকাল নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করবে এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে। আর এর প্রভাবেই সোমবার থেকে ৭২ ঘণ্টা পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মৎস্যজীবীরা যারা সমুদ্রে ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং আপাতত আর সমুদ্রে যাতে তারা না যান সেই সর্তকতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নবমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। নবমী ছাড়াও দশমীতেও এই সকল জেলাগুলি বৃষ্টিতে ভাসবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে শুধু এই ছয় জেলা নয়, এর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে অন্যান্য একাধিক জেলাতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গ : তারিখ ২২.১০.২০২৩ | pic.twitter.com/oGT3mplMPE
— IMD Kolkata (@ImdKolkata) October 22, 2023
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দশমীর দিন বৃষ্টি হবে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। রাজ্যের বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।