নিজস্ব প্রতিবেদন : গত রবিবার থেকেই কেন্দ্রীয় অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়ে সর্তকতা জারি করেছিল। আশঙ্কা করা হচ্ছিল এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই। আর সেই আশঙ্কাকে সত্যি করেই তৈরি হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে নিভার।
1) Cyclone "NIVAR" to cross Tamilnadu-Puducherry coasts between Karaikal and Mamallapuram as a very severe cyclonic storm during late evening of 25th November.
2)Depression over Gulf of Aden and adjoining Somalia weakened into a well marked low pressure area. pic.twitter.com/ZWzqjnbDUB— India Meteorological Department (@Indiametdept) November 24, 2020
ঘূর্ণিঝড়টি আগামীকাল অর্থাৎ বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়টি সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করায় মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এবং পদুচেরিতে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেব তৈরি রাখা হয়েছে ৩০টি এনডিআরএফ টিম।
Cyclonic storm 'NIVAR' over Bay of Bengal lay centred at 0830 hrs IST of 24th Nov, about 410 km east-se of Puducherry. To intensify further into a SCS during next 24 hrs. To cross Tamil Nadu and Puducherry coasts during 25th Nov evening as SCS with a wind speed of 100-110 kmph. pic.twitter.com/eBLegDgOXg
— India Meteorological Department (@Indiametdept) November 24, 2020
IMD-এর তরফ থেকে সর্তকতা হিসাবে জানানো হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে যা অনুমান করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়টি কালাইকাল ও মামাল্লাপুরমের উপর আছড়ে পড়তে পারে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্পর্কে যা অনুমান করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে গতি থাকতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।