Cyclone Remal Latest Update: কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল! কতটা শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি ওই ঘূর্ণিঝড় যে সময় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সময় রয়েছে পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আর এই ঘূর্ণিঝড়ের কারণে ভোটগ্রহণে তৈরি হতে পারে আশঙ্কা, এমনটাও মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক একাধিক আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রসঙ্গে। এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে রেমাল (Cyclone Remal)। এবার ওই ঘূর্ণিঝড় প্রসঙ্গেই লেটেস্ট আপডেট পাওয়া গেল এবং লেটেস্ট আপডেট পাওয়ার পাশাপাশি কবে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে তা সম্পর্কেও জানা গিয়েছে।

আন্তর্জাতিক একাধিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই এখন বঙ্গোপসাগরে জট পাকাতে শুরু করেছে আবহাওয়া। এখনো পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। নিম্নচাপটি তৈরি হওয়ার পরই তা ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করবে এবং ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ ২৩ মে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হতে পারে তা জানা না গেলেও বেশকিছু অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Global Warming: শুধু জাকার্তা নয়, আর কয়েক বছর, জলের তলায় চলে যাবে ভারতেরও দুটি শহর, নিঃস্ব হবে সবকিছু

ঘূর্ণিঝড়ের শক্তি প্রসঙ্গে যে অনুমান করা হচ্ছে তা থেকে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এছাড়াও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়টি ওড়িশা এবং অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সময় যত এগোচ্ছে ততই এই ঘূর্ণিঝড়ের পথ পূর্ব দিকে সরে যাচ্ছে বলেই জানা গিয়েছে।

রবিবার রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে আপডেট পাওয়া গিয়েছে তা থেকে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তা ২৫ মে উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি কোন জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। এছাড়াও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়টির গতিপথ বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও যতক্ষণ না পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ এই ঘূর্ণিঝড়ের আসল গতিপথ এবং আরও অন্যান্য তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি খুব প্রতিকূল হলে ত্রাণ ও উদ্ধারকার্যেও নামতে হতে পারে প্রশাসনকে।