আছড়ে পড়বে সাইক্লোন সিত্রাং, নোট করে রাখুন এই নম্বরগুলি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের দিকে এগোচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমনই জানা যাচ্ছে। বর্তমানে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণবঙ্গে। এরপর এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ২৪ অক্টোবর অতি গভীর নিম্নচাপ থেকে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং সেই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আগামী ২৫ অক্টোবর আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে মায়ানমারের দেওয়া সিত্রাং।

Advertisements

বাংলাদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো প্রবণতা না থাকলেও ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে উপকূলবর্তী বেশ কিছু জেলায় বলে জানানো হয়েছে।

Advertisements

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ভালোভাবে টের পাওয়া যাবে এবং জোড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাতে ঝড় বৃষ্টির প্রবণতা দেখা যাবে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে নবান্নের তরফ থেকে আগাম সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও এমারজেন্সি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের নিয়ে ৪৬ টি টিম তৈরি করা হয়েছে। এছাড়াও পরিস্থিতির কথা মাথায় রেখে দমকল বাহিনীর তরফ থেকে আলাদা করে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ০৩৩-২২২৭৬৬৬৬/০৩৩-২২৫২১১৬৫/০৩৩-২২৫২৬১৬৪ নম্বরগুলি দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য।

Advertisements