নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহ থেকেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বার্তা পাওয়া গিয়েছিল সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাওয়া অফিসের তরফ থেকে। আর সেই পূর্বাভাস মতই ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের তালিকায় থাকা নাম অনুসারে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে যশ অথবা ইয়াস। আর এই ঘূর্ণিঝড় বর্তমানে কোথায় রয়েছে তার সঠিক অবস্থান ছবি সহ প্রকাশ করলো হাওয়া অফিস।
Depression over Eastcentral Bay of Bengal intensified into a Deep Depression and about 600 km north-northwest of Port Blair. To intensify into a Cyclonic Storm by 24th May morning and further into a Very Severe Cyclonic Storm during the subsequent 24 hours. pic.twitter.com/khnZP3n67v
— India Meteorological Department (@Indiametdept) May 23, 2021
IMD এর তরফ থেকে সোমবার ভোর চারটে নাগাদ জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হতে থাকা ঘূর্ণিঝড়টি বর্তমান অবস্থান করছে উত্তর ও উত্তর-পশ্চিম পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিলোমিটার দূরে। আজই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
Deep Depression over Eastcentral Bay of Bengal intensified into Cyclonic Storm ‘Yaas’ and about 600 km of Port Blair. To intensify into a Severe Cyclonic Storm during next 24 hours and into a Very Severe Cyclonic Storm during subsequent 24 hours. pic.twitter.com/HfREdsMtOL
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021
পরবর্তী বার্তা হিসাবে সকাল ১১টা নাগাদ জানানো হয়, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ায় এই ঘূর্ণিঝড় যশ বা ইয়াস ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
At 0830 IST,CS ‘Yaas’ centred near 16.4°N/89.6°E, 630 km south-southeast of Balasore (Odisha). Would intensify further into SCS during next 12 hours and into a VSCS during subsequent 24 hours, to cross north Odisha-West Bengal coasts b/w Paradip and Sagar islands around 26th noon pic.twitter.com/8MVn33G4fB
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021
[aaroporuntag]
দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘূর্ণিঝড় যশ বা ইয়াস এর অবস্থান সম্পর্কে যে বার্তা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, ওড়িশার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব বালাসোর থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড় আগামী ২৬ মে অর্থাৎ বুধবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে। সাগরদ্বীপ এবং পারাদ্বীপের মাঝে কোনো এক জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।