নিজস্ব প্রতিবেদন : একদিকে দেশের আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তাওকতে নিজের প্রভাব দেখাতে শুরু করেছে দেশের একাধিক রাজ্যে। এরই মধ্যে আবার নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পূর্ব আভাস মিলছে হাওয়া অফিসের তরফে।
নতুন করে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে তা তৈরী হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপর এমনটাই মনে করা হচ্ছে। তাওকতে বিপুল শক্তি সঞ্চয় করে স্থলভাগের উপর আছড়ে পড়ায় একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এরপরেই প্রশ্ন যাচ্ছে নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে পারে এবং এর অভিমুখ কোন দিকে হতে পারে?
আপাতত হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। পাশাপাশি এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের শক্তি সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে কিছু জানানো হয়নি।
অন্যদিকে বেসরকারি সংস্থার কয়েকটি হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৩ শে মে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বিপুল পরিমাণে শক্তি সঞ্চয় করে স্থলভাগের উপর আছড়ে পড়তে পারে। পূর্বাভাস সত্যি হলে এই ঘূর্ণিঝড়ের শক্তি আম্ফানের থেকেও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
A #LPA to form in #BOB and may intensify in #CycloneYaas, by May 23. Will move towards #WB or #Bangladesh grazing #Myanmar. Its initial estimation we will keep you posted. #CycloneYaas @SkymetWeather @JATINSKYMET
— Mahesh Palawat (@Mpalawat) May 19, 2021
Cyclone in Bay of Bengal to touch coast on May 26. #Odisha will definitely get affected by the cyclone, informs India Meteorological Department (IMD) DG Mrutyunjay Mohapatra
— OTV (@otvnews) May 19, 2021
[aaroporuntag]
অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সম্পর্কে এই সকল বেসরকারি সংস্থার হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় মায়ানমারের পাশ দিয়ে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ অভিমুখী হতে পারে। পরে ২৬ মে এই ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব পড়তে পারে ওড়িশায় বলে জানানো হচ্ছে। IMD এর তরফ থেকেও ওড়িশায় এই ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।