বঙ্গোপসাগরে নিম্নচাপ, চলতি সপ্তাহেই বর্ষা ঢুকছে রাজ্যে

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বাতাসের আর্দ্রতার পরিমাণ বিপুল পরিমাণে থাকায় গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এমত অবস্থায় সকলেই তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে। আর বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ গরম থেকে হাফ ছেড়ে বাঁচলেও এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের।

বরং দক্ষিণবঙ্গে এই হাঁসফাঁস অবস্থা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বিপুল পরিমাণে বাড়ার ফলে এই সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকাল থেকে দেখা মিলছে মেঘলা আকাশের। তবে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি এটাও জানানো হয়েছে শুক্রবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ।

পাশাপাশি সুখবর এটাও যে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যে কারণে সঠিক সময়ে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার বার্তা পাওয়া গেছে। ইতিমধ্যেই মায়ানমারের বেশ কিছু অংশের ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ুর একটা অংশ ঢুকে পড়েছে উত্তর বঙ্গোপসাগরে। এরপর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্য দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ হবে বর্ষার। অনুমান করা হচ্ছে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই অর্থাৎ চলতি সপ্তাহে ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরেই বর্ষার আগমনে গতি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।