সাগরে ঘূর্ণাবর্ত, কোথায় কোথায় প্রভাব পড়বে জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি এবং সেই ঘূর্ণাবর্ত থেকে সুপার সাইক্লোন সিত্রাং তৈরি হওয়া নিয়ে কানাডার গবেষণাগারের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা নিয়ে দিন কয়েক ধরেই বাংলা জুড়ে বাড়ছে আশঙ্কা। যদিও আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে সুপার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisements

সুপার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও আগামী মঙ্গলবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে বলে জানানো হয়েছে। আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে পশ্চিমকেন্দ্রীয় এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। ২০ অক্টোবর নাগাদ এটি নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি হারালেও তার প্রভাবে ২০ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়াতে এবং মাহেতে।

Advertisements

কোন দিকে শক্তি বাড়িয়ে ২০ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট কোন বার্তা দেওয়া হয়নি। তবে পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছে হওয়া অফিস। অন্যদিকে অক্টোবর মাস হল ঘূর্ণিঝড় প্রবণ মাস। যে কারণে ঘূর্ণিঝড় যে তৈরি হবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়ার এই পরিস্থিতিতে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি থেকে যাচ্ছে। বিশেষ করে কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

Advertisements