অতি শক্তি সঞ্চয় করে ‘বুলবুল’ ১২০ কিমি গতিবেগে রাতেই আছড়ে পড়তে পারে রাজ্যে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অতি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাঁক নিয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়ার দিকে। সময় যত এগিয়ে চলেছে ‘বুলবুল’ নিজের আকার বৃদ্ধি করছে। আবহাওয়াবিদদের আশঙ্কা শনিবার রাতেই হয়তো স্থলভাগের আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। যদিও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলছেন না আবহবিদেরা। যদিও দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ‘বুলবুল’ আঘাত করতে পারে সুন্দরবন এলাকায়।

শনিবার দুপুর বেলা থেকে এই ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ এগিয়ে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। মনে করা হচ্ছে শনিবার রাত্রি আটটা থেকে বারোটার মধ্যে আছড়ে পড়তে পারে সুন্দরবন এলাকায়। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ঘূর্ণিঝড় অনেকটা জায়গা জুড়ে আঘাত হানতে পারে। ‘বুলবুল’ও অনেকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সুন্দরবন এবং তার আশপাশেই বুলবুলের আছড়ে পড়বে।

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দীঘা সাগরদ্বীপের অনেক কাছে চলে এসেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ওই দুই জায়গা থেকে দুপুর দুটো নাগাদ বুলবুলের অবস্থান রয়েছে ৯৫ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে রয়েছে মাত্র ২০০ কিলোমিটার দূরে। অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে বুলবুলের দূরত্ব রয়েছে ৪৮৫ কিলোমিটার।

তবে আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, সমুদ্রে বুলবুলের গতিবেগ বেশি থাকলেও স্থলভাগের আছরে পড়ার পর গতিবেগ অনেকটাই কমে যাবে। কিন্তু যে ভাবে শক্তিশালী হয়ে উঠেছে ‘বুলবুল’, তাতে মনে করা হয়েছে স্থলভাগে আছড়ে পড়লেও, গতি হবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। শেষ মুহূর্তে যদি শক্তি বৃদ্ধি পায়, তা হলে ১৩৫ কিলোমিটার গতিতেও তা পৌঁছে যেতে পারে।