D-Link 5G Router: শহর থেকে গ্রাম! সব জায়গায় মিলবে 5G স্পিডে ইন্টারনেট! আশ্চর্য রাউটার আনল D-Link

Prosun Kanti Das

Published on:

D-Link brings the latest technology router to provide 5G internet: দেশের সর্বত্র ইন্টারনেট পরিষেবাকে আরো উন্নত করে গড়ে তুলতে নেটওয়ার্কিং এবং কানেক্টিভিটি টেকনোলজি প্রোভাইডার D-Link দেশের বাজারে ছোট্ট একটি ডিভাইস লঞ্চ করেছে। মূলত দেশের সর্বত্র 5G ইন্টারনেট পরিষেবাকে আরো দ্রুত গতি সম্পন্ন করে তুলবে এই ডিভাইসটি। এই 5G/LTE আউটডোর কাস্টমার প্রিমিসেস ইক্যুইপমেন্ট-টি দেশের যে কোনো স্থানেই আলট্রা-ফাস্ট 5G পরিষেবা দিতে সক্ষম। D-Link সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ডিভাইসটি (D-Link 5G Router) মাল্টি-গিগাবিটের স্পিড অনুযায়ী গ্রাহকদের ইন্টারনেট কানেকশান এর সুবিধা প্রদান করবে।

ডিভাইসটিতে (D-Link 5G Router) রয়েছে ছয়টি শক্তিশালী ইন্টারনাল 5G/LTE অ্যান্টেনা। সেই সঙ্গে এটি ওয়েদার-রেজিস্ট্যান্ট হওয়ার কারণে যে কোনো আবহাওয়ার পরিস্থিতিতে এটি অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারে। আউটডোরেও এটি যে কোনো আবহাওয়াতে অত্যন্ত সক্রিয় থাকতে পারে। ব্যবহারকারী তার বাড়ির ছাদ থেকে বারান্দা এমনকি বাড়ির বাইরের দেওয়াল এও এই ডিভাইসটি ইনস্টল করতে পারবেন। এই বিশেষ ডিভাইসে CPE অপটিমালি পজিশন ব্যাবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এরপরেই এর মাধ্যমে অত্যন্ত দ্রুততম 5G সিগন্যাল দেওয়া হবে কোম্পানির দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে।

D-Link এর নতুন এই ডিভাইসটিতে (D-Link 5G Router) 5G এবং LTE এই দুটি মোড-ই সাপোর্ট করছে। নির্মাণকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ডিভাইস সিস্টেমটি 4 Gbps পর্যন্ত ডাউন লিঙ্ক স্পিড দিতে পারে এবং 5G মোডে 620 Mbps পর্যন্ত আপলিঙ্ক স্পিড দিতে পারে। আবার LTE মোড দিয়ে পরিচালনা করলে এই ডিভাইস 2 Gbps পর্যন্ত ডাউনলিঙ্ক স্পিড এবং 150 Mbps পর্যন্ত আপলিঙ্ক স্পিড দিতে সক্ষম। ডিভাইসটি 5G থেকে LTEতে ফলব্যাক সাপোর্ট করে। ফিক্সড লাইন ইন্টারনেটের সঙ্গে ব্যাকআপ বা লোড শেয়ারিংয়ের কাজেও এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করবে।

এই ডিভাইসটির মাধ্যমে 2.5 গিগাবিট ইথারনেট LAN পোর্ট ও তার সঙ্গে পাওয়ার ওভার ইথারনেচ (PoE) সাপোর্ট পাওয়া সম্ভব। সেই সঙ্গে বিশেষ একটি সুবিধা হলো যে, এই ডিভাইসটিকে চালানোর জন্য কোনও অতিরিক্ত পাওয়ার সাপোর্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র সিঙ্গেল ইথারনেট কেবল দিয়েই অনায়াসে চালানো যায় এই ডিভাইস। এর শক্তিশালী ক্ষমতার দ্বারা শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও এর মাধ্যমে অত্যন্ত দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া সম্ভব।