সুখবর, সরকারি কর্মচারীদের DA বাড়ালো কেন্দ্র, বাড়লো DR-ও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার। বাড়লো মহার্ঘ ভাতা। সপ্তম বেতন কমিশনের আওতায় এই মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারী ছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। DA-এর পাশাপাশি বাড়ানো হয়েছে DR।

Advertisements

কেন্দ্রীয় সরকারি কর্মচারী DA এবং কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের DR ৩ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ DA পেতেন। এখন এই DA বৃদ্ধি পাওয়ার পর তা বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ। অর্থাৎ এখন তারা তাদের মূল বেতনের ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

Advertisements

একইভাবে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অর্থাৎ যারা পেনশনভোগী তারাও DR পেতেন ৩১ শতাংশ। নতুন ঘোষণার পর তারাও DR পাবেন ৩৪ শতাংশ। নতুন এই কাঠামো ২০২২ সালের ১ জানুয়ারি হিসেবে কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে DA এবং DR বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীনে। এই অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজকোষ থেকে প্রতিবছর ৯,৫৪৪.৫০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

কেন্দ্র সরকারের এই ভাতা বৃদ্ধি বেসামরিক কর্মচারী এবং প্রতিরক্ষা খাতে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। এর আগে গত বছর একইভাবে ৩ শতাংশ DA এবং DR বৃদ্ধি করা হয়েছিল। গত বছর জুলাই মাসের ১ তারিখ থেকে তা কার্যকর হয়। নতুন DA এবং DR পরিকাঠামো লাগু হওয়ার পর তার দাঁড়িয়েছিল ৩১% এবং এখন তা বেড়ে দাঁড়াল ৩৪%।

Advertisements