DA Hike Govt Employee: নতুন বছর ভালো খবর নিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য। জানুয়ারি মাস পড়লেই খুশির দিন আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। বেতন বেড়ে যাবে এক নিমেষেই এবং মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একলাফে এতটা বেতন বেড়ে যাওয়া মানে সত্যিই আনন্দের বিষয়। দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলেছে কারণ এক ধাক্কায় ৮ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল। নতুন বছর ভালোই কাটবে সরকারি কর্মীদের কারণ একসঙ্গে এতটা বেতন যখন অ্যাকাউন্টে ঢুকবে তখন খুশি হওয়াটাই স্বাভাবিক। মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য অনেকদিন ধরে সরকারি কর্মীরা আন্দোলন করছিলেন এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত তেমনভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি।
গতবছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে ডিসেম্বর বৃদ্ধি (DA Hike Govt Employee) করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ। কিন্তু চলতি বছরে সরকার ইতিমধ্যেই দুইবার ডিএ বাড়িয়েছে। রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৪ শতাংশ ডিএ পান। অনেক কর্মচারী নতুন বছরের শুরুতে আরও একবার বৃদ্ধির আশা করছেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবশ্য এইদিক থেকে অনেকটা এগিয়ে। কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য DA বাড়িয়েছে ৩%, তাদের মোট DA ৫৩% এ নিয়ে এসেছে। এ কথা সকলেই জানে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং রাজ্য কর্মচারীদের বেতনের ব্যবধান অনেকটাই বেশি। এই পার্থক্যটি বাংলার সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধির দিকে পরিচালিত করেছে, কেউ কেউ এমনকি ডিএ বৃদ্ধির দাবিতে তাদের বিক্ষোভ তীব্র করার হুমকিও দিয়েছেন।
আরও পড়ুন:PM Awas Yojana: আবাস যোজনার ঘর পেয়েছেন তাও অসৎ পথে, কপালে আছে চরম দুর্ভোগ
কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোট ডি এ পাচ্ছেন ৫৩% এবং বাংলায় রাজ্য কর্মচারীরা এখনও ১৪ % পাচ্ছেন। এতটা ব্যবধান রাজ্যের কর্মীদের মধ্যে এক অসন্তোষ সৃষ্টি করেছে । এছাড়াও, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, যা সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করতে পারে।এতদিন পর্যন্ত ৩৮ শতাংশ ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার তা বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশে। কেন্দ্রীয় হারে ডিএ অনেক দিন ধরেই লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা।
এখানেই শেষ নয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ৮ শতাংশ ডিএ-র কথা। আগামী বছর রাজ্যের সরকারি কর্মীদের বেতন বাড়বে সেইটা নিশ্চিত। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই DA সবার ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে না। শুধু ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা পাবেন এই ডিএ। শুধুমাত্র উত্তরপ্রদেশের রাজ্য পরিবহণ দফতরের কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।