Increase DA: কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে পুজোর আগেই খুশি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Increase DA: বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা সামনেই আসন্ন। এইসময় যদি চাকরিজীবীদের হাতে বাড়তি টাকা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সামনেই আসছে দুর্দান্ত খবর। কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তের ফলে বদলে যেতে পারে তাদের ভাগ্য। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক।

Advertisements

অক্টোবরে পুজো এবং এই পুজোর আগেই সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীরা এক দুর্দান্ত খবর পেতে চলেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক বড় ঘোষণা করেছে। আগামী মাসেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স (Increase DA)। এছাড়াও যারা পেনশনভোগী আছেন তাদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়তে চলেছে। সূত্র মারফত জানা গেছে যে, সেপ্টেম্বরেই ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার।

Advertisements

যদি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি (Increase DA) করে তাহলে পুজোর আগেই বাড়তি পাওয়া হবে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এর আগেও কেন্দ্র ডিএ বৃদ্ধি করেছে। আগামী মাসে আবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। তাহলে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হলে, কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে।

Advertisements

আরো পড়ুন: টাকা নিতে নারাজ? জেনে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ছাড়ার পদ্ধতি

দেশে করোনা চলাকালীন কোনরকম ডিএ বৃদ্ধি (Increase DA) করা হয়নি সরকারি কর্মীদের। তখন থেকে ডিএ-ডিআর বাকি ছিল, ফলে কেন্দ্রীয় সরকার একসঙ্গে ১৮ মাসের এরিয়ার দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ণয় করা হয়। গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই কারণেই ডিএ ৫০.২৮ শতাংশ থেকে বেড়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।

গত বছর ২০২৩ সালের ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকার শেষবারের মতো ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এই ডিএ জুলাই মাসে বৃদ্ধি করেছিল। পুজোর আগে যদি বেশি টাকা অ্যাকাউন্টে ঢোকে তাহলে সোনায় সোহাগা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

Advertisements