গাড়ির কাগজ থেকে পার্কিংয়ে সমস্যা! ৫৯৯ টাকার এই কিট কিনলেই কেল্লাফতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোটরবাইক হোক অথবা চারচাকা, যানবাহন এখন প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে যানবাহন চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম থাকলেও তাড়াহুড়োতে অনেকেই সেই সকল নিয়ম পালন করতে ভুলে যান। এবার সেই সকল সমস্যার সমাধান করার জন্য চলে এলো মাত্র ৫৯৯ টাকার একটি কিট।

Advertisements

গাড়ির কাগজ ভুলে যাওয়া, ইন্সুরেন্স, পলিউশন সার্টিফিকেট সহ বিভিন্ন জরুরী কাগজের রিনিউয়ালের দিন ভুলে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে যেমন এই কিট সবকিছু মনে পড়িয়ে দেবে অথবা সমস্যা থেকে দূর করবে, ঠিক সেই রকমই আরও একগুচ্ছ সুবিধা প্রদান করা হচ্ছে মাত্র ৫৯৯ টাকায়। সবচেয়ে উল্লেখযোগ্য হল ৫৯৯ টাকা কেবলমাত্র একবার প্রদান করতে হবে।

Advertisements

৫৯৯ টাকার এই কিটটি হল daddys road। এই কিট পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। পশ্চিমবঙ্গে সম্প্রতি এই কিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি হচ্ছে বীরভূম, বর্ধমান সহ অন্যান্য জেলায়। আগামী দিনের রাজ্যের সব জায়গায় এই কিট পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। কিটটি সংগ্রহ করার জন্য M/S S&S Traders (Phone: 9434181943, 7908034118) অথবা M/S Sree Durga Traders (Phone: 8972927400, 9635580405)-এ যোগাযোগ করতে হবে।

Advertisements

এই কিট হলো একটি স্টিকার জাতীয়। যাতে রয়েছে একটি কিউআর কোড এবং টোল ফ্রি নম্বর। কোন গাড়িকে কোন জায়গা থেকে সরানোর জন্য গাড়ির মালিককে খুঁজে না পাওয়া গেলে ওই কি উআর কোড স্ক্যান করে অনায়াসেই গাড়ির মালিকের কাছে বার্তা পৌঁছে দেওয়া যাবে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা প্রদান করা হচ্ছে।

গাড়ির বীমা, দূষণ, লাইসেন্স, ট্যাক্স, ইত্যাদি রিনিউয়াল করার ক্ষেত্রে গাড়ির ওনার সহজেই জানতে পারবেন। তার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যালার্ট যাবে।

কোন গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ওই ব্যক্তির পরিবারের কাছে এবং পুলিশ ও হাসপাতালে জানানোর জন্য কেবলমাত্র কিউ আর কোড স্ক্যান করে অ্যালার্ট পাঠানো যাবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালক অথবা যাত্রীরা রাস্তায় পড়ে থাকলেও অনেকে পুলিশে খবর দেন না বা হাসপাতালে নিয়ে যেতে কুণ্ঠিত বোধ করেন বিভিন্ন আইনি জটের কারণে। কিন্তু এই daddys road এমন পদ্ধতিতে সবার কাছে অ্যালার্ট পাঠাবে যাতে করে খবর দেওয়া ব্যক্তির নম্বর কেউ জানতে না পারে।

এছাড়াও এই daddys road কিট থাকলে গাড়ি আরসি বুক, লাইসেন্স, বীমা সহ অন্যান্য গাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে সংরক্ষণ করে রাখা যায়।

daddys road-এ থাকা কিউআর কোড স্ক্যান করে অ্যালার্ট পাঠানোর জন্য আলাদা করে কোন অ্যাপ ইন্সটল করার প্রয়োজন হয় না। স্মার্টফোনের মধ্যে থাকা Google অ্যাপ ওপেন করে সেখানে যে ক্যামেরা রয়েছে তা দিয়ে স্ক্যান করলেই হবে।

Advertisements