সপ্তাহে দুদিন ছাড়াও আলাদাভাবে লকডাউন চলবে বীরভূমে

হিমাদ্রি মন্ডল : রাজ্যে উত্তরোত্তর করনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এবার থেকে সপ্তাহে দুদিন করে লকডাউন চলবে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে লকডাউন জারি হবে বৃহস্পতিবার ও শনিবার এবং আগামী সপ্তাহে বুধবার। বাকি দিনগুলি প্রতি সপ্তাহের শুরুতে জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের ঘোষিত সপ্তাহে দুদিন লকডাউনের পাশাপাশি বীরভূমের ৬টি পুরসভা এলাকায় আগামী ২৪শে জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত প্রতিদিনই বেলা ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করল বীরভূম জেলা প্রশাসন।

বুধবার বীরভূম জেলা পরিষদে করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ, সিউড়ি মহকুমা শাসক, সিউড়ি পৌরসভার প্রশাসক সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠক শেষে বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ জানান, রাজ্য সরকারের ঘোষিত সপ্তাহে দুদিন লকডাউন বীরভূমে কড়াভাবে পালন করবে জেলা প্রশাসন। এছাড়াও আগামী ২৪শে জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত বীরভূমের ৬টি পৌরসভা এলাকায় যেমন সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুর পৌরসভা এলাকায় বেলা ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।

এ বিষয়ে অভিজিৎ সিংহ আরও জানান, “এমারজেন্সি পরিষেবা ছাড়া সম্পূর্ণ কড়াকড়ি লকডাউন পালন হবে জেলায়। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে। কোন সাধারণ ব্যক্তি নিজে থেকে কোভিড-১৯ পরীক্ষা করাতে চাইলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে, তার পরীক্ষা করাতে উদ্যোগী হবে প্রশাসন।”