যে দুধ জোটে না দুঃস্থদের পেটে, তা দিয়ে স্নান করছেন ডেয়ারি কর্মী

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাথটাবে শুয়ে স্নান করার মধ্যে এক অন্যরকম অনুভূতি আছে, কিন্তু স্নানটা যদি জলের বদলে দুধ দিয়ে হয় তখন অনুভূতিটা একটা বিশেষ মাত্রায় গিয়ে পৌঁছায়। কারণ জল দিয়ে বাথরুমে স্নান করাটাই সচরাচর হয়ে থাকে, জলের বদলে যদি বাথটব ভর্তি থাকে দুধে তাহলে নিজেকে কোটিপতি মনে হতে পারে।

Advertisements

তবে কোন সাধারণ মানুষ এরকম কথা কল্পনাও করবেন না! কারণ একজন সাধারণ মানুষের কাছে দুধ দিয়ে স্নান করাটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকায় স্বপ্ন দেখার মত! কিন্তু সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটেছে। একজন ব্যক্তিকে দুধ দিয়ে বাথটবে স্নান করতে দেখা গেছে। আর ও আশ্চর্যজনক ঘটনা যে ব্যক্তি দুধ দিয়ে বাথটবে স্নান করেছেন তিনি ধনী ব্যক্তি তো ননই বরং খুব সাধারণ একজন ব্যক্তি।

Advertisements

এখানে সন্দেহ লাগতে পারে এটা ভেবেই যে নেহাত সখ পূরণের জন্য একজন সাধারণ খেটে খাওয়া মানুষ এত টাকার পানযোগ্য দুধ নষ্ট করবেন? এমনটাই ঘটেছে। আর এই ঘটনার নেপথ্যে থাকা কাহিনী শিউরে ওঠার মতো।

Advertisements

জানা গিয়েছে, বাথটবে দুধ দিয়ে স্নান করা ওই ব্যক্তি তুরস্কের একটি ডেয়ারি ফ্রামের কর্মী। অভিযুক্ত এই ব্যাক্তির নাম উগুর টুটগুট। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তদন্তে নেমে পড়েছেন পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তি এবং এই ঘটনার ভিডিও করা ব্যক্তি দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছিল যে উগুর টুটগুট নামের ওই ব্যক্তি বাথটবে দুধ ঢেলে স্নান করছেন। মাথাতেও তিনি দুধ ঢালছেন। আর এই দুধ ঢেলে স্নান করতে তিনি মগ ও ব্যবহার করেছেন। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মগে করে মাথায় দুধ ঢালছেন তিনি। অপর একজন ব্যক্তি দূর থেকে পুরো ঘটনাটির ভিডিও করছেন।

তারপর ওই ব্যক্তি স্নান করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর জানা যায় যে ঐ ব্যক্তি ডেয়ারি ফার্মের কর্মী, আর ঐ ডেয়ারি ফার্ম থেকে অনেকেই দুধ কিনে খান। আর ডেয়ারি ফার্মের সেই দুধ দিয়েই অভিযুক্ত ব্যক্তি স্নান করছেন! তাই স্বাভাবিকভাবে এই রকম একটি ঘটনা দেখার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

এরপর ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করার সাথে সাথে সাধারণ মানুষের কথা ভেবে ডেয়ারি ফার্ম টিকেও বন্ধ করে দিয়েছেন পুলিশ।

Advertisements