Advertisements

রাজ্যে একদিনে বজ্রপাতে মৃত ২৬, সরকারি একটি অ্যাপ বাঁচাতে পারে আপনাকে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্ষামুখর পশ্চিমবঙ্গে গত সোমবার বজ্রপাতে একদিনে প্রাণ হারিয়েছেন ২৬ জন। মৃতদের সংখ্যা সবথেকে বেশি হুগলি এবং মুর্শিদাবাদ জেলায়। এই দুই জেলায় যথাক্রমে ১১ জন এবং ৯ জন প্রাণ হারিয়েছেন। এর আগেও গত কয়েক বছর ধরে একই রকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে উত্তর প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। তবে কেন বাড়ছে বজ্রপাতের ঘনঘটা তা নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা।

Advertisements

ভারতের মতো দেশে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ এই বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছে থাকেন। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর গড়ে ২,৩৬০ জন মানুষের মৃত্যু হয়ে থাকে বজ্রপাতের কারণে। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে এক বছরে বজ্রপাতে মারা গিয়েছেন ৭১ জন। সবথেকে দুঃখ জনক ঘটনা এই সকল মৃতদের মধ্যে ৯৬ শতাংশই হলেন গ্রাম অঞ্চলের বাসিন্দা।

Advertisements

আর এই ভয়ঙ্কর পরিসংখ্যান থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হয়েছে। যে অ্যাপটি হল ‘দামিনী’। এই একটি মাত্র অ্যাপ প্রাণ বাঁচাতে পারে আপনার। গুগল প্লে স্টোর এবং আইওএস দুই প্লাটফর্মেই এই অ্যাপ উপলব্ধ রয়েছে।

Advertisements

এই অ্যাপটি স্মার্টফোনে ইন্সটল থাকলে ৩০ থেকে ৪০ মিনিট আগেই আপনার এলাকার বজ্রপাত এবং আবহাওয়া সম্পর্কে সতর্ক করা হয়। কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক প্রায় তিন বছর আগে এই অ্যাপ চালু করেছে। তবে বর্তমানে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এই অ্যাপের গুরুত্ব বাড়ছে।

অ্যাপটি স্মার্টফোনে ইন্সটল করা থাকলে ব্যবহারকারীর লোকেশনের ০ থেকে ২০ এবং ২০ থেকে ৪০ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত একটি সার্কেলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। বজ্রপাতের সম্ভাবনা থাকলে নিচে হিন্দি এবং ইংরেজি ভাষায় তথ্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও আপাতকালীন আবহাওয়ার পরিবর্তন সম্পর্কেও এই অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে থাকে।

Advertisements