Visit Darjeeling If you want adventure in Puja: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ সম্প্রতি পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর দিতে বেশি উদ্যোগী। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সত্যিই সুখবর কারণ দার্জিলিং কালিম্পং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন (Darjeeling Adventure Tourism) নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে। জিটিএ এলাকায় সবরকম অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের ওপরে নজরদারি চালাবে। নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে।
একটি রিপোর্টের মাধ্যমে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভেঞ্জার ট্যুরিজম বিভাগের (Darjeeling Adventure Tourism) চিফ কো-অর্ডিনেটর দাওয়া গ্যালপো শেরপা বলেছেন, বর্তমানে দার্জিলিং এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে, যার উপর জোর দেওয়া হচ্ছে। পর্যটকরা আজকাল শহরের কোলাহল থেকে দূরে অফবিট লোকেশন বেশি পছন্দ করছেন। এটিই অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের বড় সুযোগ।
চিফ কো-অর্ডিনেটর আরও বলেন, ব়্যাফটিংয়ের সময় যদি কোনও রমক জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় তার উদ্ধারকার্যের জন্য স্পিড বোড ও কায়াক তৈরি থাকবে (Darjeeling Adventure Tourism)। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের তরফে প্রথম তিস্তা নদীতে ব়্যাফটিং শুরু হয় ১৯৯১ সালে। পরবর্তীকালে যত দিন যায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং-এ রয়েছে প্যারাগ্লাইডিং, মাউন্টেন বাইকিং, রক ক্লাইম্বিং এবং ট্রেকিংয়ের সুযোগ। গ্যালপো শেরপা বলেন এক্ষেত্রে ট্রেকিং ও মাউন্টেন বাইকিংয়ের জন্য নয়া রুট খোলা হচ্ছে। চলতি বছরের ২৯ মে এভারেস্ট সামিট দিবসের ৭০তম বার্ষিকী উপলক্ষে ১২ কিলোমিটার দীর্ঘ ট্রেক রুটটি পুনরায় চালু করা হয়। তেনজিং নোরগে হাইকিং ট্রেইল হল চৌরাস্তা থেকে টাইগার হিল (৮,৫০০ ফুট) পর্যন্ত বিস্তৃত ১২ কিলোমিটার দীর্ঘ একটি পথ।
গত ২ এপ্রিল দার্জিলিংয়ে যে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজিত হয়েছিল তা উদ্বোধনের সময় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছিলেন, এদেশে যেরকম ভৌগোলিক অবস্থা সেই কারণে বিভিন্ন রাজ্যের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহিত করার বড় সুযোগ রয়েছে৷ ভারতের ভৌগলিক মানচিত্রে বিভিন্নতা রয়েছে যেমন, ৭ হাজার কিলোমিটারেরও বেশি উপকূল এলাকা, সাতটি বড় নদী, ৭০ হাজার কিলোমিটার বালুকাময় মরুভূমি, ১৬টি ব্যাঘ্র প্রকল্প-সহ ৭০০টি অভয়ারণ্যে ও হিমালয়ের ৭০ শতাংশ রয়েছে।
এখন থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নন ভিন রাজ্যের বহু পর্যটক ভিড় জমাবে এই রাজ্যে। বহু পর্যটক আছেন যারা সারা বছরই দলে দলে ভিড় করেন এই শৈল শহরে। তাঁদের মধ্যে অনেকেরই অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দের। সুতরাং তাদের জন্য এই পরিকল্পনা হাতের নাগালে চাঁদ পাওয়ার মত।