দার্জিলিং গিয়ে হঠাৎ অসুস্থ! ডাক্তার নিয়ে চিন্তা! এই নম্বরগুলি সেভ থাকলে No চিন্তা

শীত, গ্রীষ্ম, বর্ষা শৈলশহর দার্জিলিং এ কখনো পর্যটকদের ভিড় কমেনা । গোটা বাংলা যখন গরমে পুড়ছে, তখন কিছুটা স্বস্তির টানে পাহাড়ের রানীর কাছে ছুটছেন মানুষজন। কিন্তু ঘুরতে গিয়ে যে শরীর অসুস্থ হবে না, এমন কোন কথা নেই। আর বাইরে ঘুরতে গিয়ে শরীর অসুস্থ হওয়া মানে বাড়তি চিন্তা। সঙ্গে গোটা টুর প্ল্যানটাই যেন মাটি হয়ে যায়। দার্জিলিংয়ে সারা বছরই পর্যটকদের যাতায়াত লেগে থাকে। স্বাভাবিকভাবেই অসুস্থতাও হয় অনেকেরই। যদি আপনারও খুব শীঘ্রই দার্জিলিং যাওয়ার পরিকল্পনা রয়েছে বা আগামী দিনে যাবেন, তাহলে জেনে রাখা ভালো দার্জিলিঙে গিয়ে শরীর অসুস্থ হলে চিকিৎসক পাবেন কোথায়।

পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেরই অলটিটিউড সিকনেস বা উচ্চতাজনিত শারীরিক সমস্যা দেখা দেয়। কারোর কারোর কাছে সেই সমস্যা গুরুতর ভাবে ধরা পড়ে। আবার ঘুরতে গিয়ে খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও বেনিয়ম হয় বহু। অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের জেরে অনেক সময় ঠান্ডা লেগে জ্বর সর্দির কবলেও পড়েন অনেকে। তাছাড়া মানুষের শরীরে নানাবিধ শারীরিক সমস্যা বর্তমানে লেগেই রয়েছে। ঘুরতে গিয়ে যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে শরীর। তাই নিজেকে দ্রুত সুস্থ করে তোলার জন্য দার্জিলিঙে চিকিৎসকদের খোঁজ রাখাটাও ভালো।

ঘুরতে গিয়ে অচেনা জায়গায় চিকিৎসক হাসপাতালে খোঁজ পেতে রীতিমতো নাজেহাল হতে হয় মানুষকে। হঠাৎ আসার বিপদের সময় মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। তাই দার্জিলিং যাওয়ার আগে জেনে রাখুন সেখানকার স্থানীয় এবং সংলগ্ন এলাকার বেশ কিছু হাসপাতালের ঠিকানা। ফোনে সেভ করে রাখুন হাসপাতালে ফোন নম্বর। যেকোনো সময় কাজে লাগতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য। অন্যদের সাহায্য করতে শেয়ার করুন এই তথ্যগুলি।

দার্জিলিং পাহাড়ের সবথেকে বড় হাসপাতালটি অবস্থিত চকবাজারের কাছে। দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোও পাহাড়়ে সর্বাধুনিক। সদর থানার পিছনে অবস্থিত হাসপাতালটি ৩০৮ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে অবশ্য ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তবে রাতবিরেতে শারীরিক সমস্যা হলে পাহাড়ে ভরসার একমাত্র হাসপাতাল এটিই।

১. Darjeeling District Hospital

ঠিকানা: Hill Cart Road, Near Darjeeling Police Station, Darjeeling – 734101

ফোন নম্বর: (0354) 225421

২. দার্জিলিং শহরের সব থেকে প্রাচীন হাসপাতাল ডিডিএমএ হাসপাতাল। ১৭৪ বছরের পুরনো এই হাসপাতাল অবশ্য পরিচিত প্ল্যান্টার্স হাসপাতাল হিসেবে। এখানে অত্যাধুনিক পরিষেবার অভাব থাকলেও প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই হাসপাতালের উপর ভরসা করাই যায়।

DDMA Hospital – Planters Hospital

ঠিকানা: 7 Nehru Road , , Planters Hospital, Darjeeling, West Bengal, India

যোগাযোগ: 9332490262

৩. TB Hospital, Darjeeling

ঠিকানা: Hill Cart Road, West Point, Darjeeling – 734101

৪. Yuma Nursing Home And Diagnostic Center

ঠিকানা: 7/A, Ballen Villa Road, Darjeeling 734101

যোগাযোগ: (0354) 2257651

৫. Mariam Nursing Home

ঠিকানা: N.B.Singh Road, Darjeeling

যোগাযোগ: (0354) 2254637

৬. Tibetan Medical Clinic

ঠিকানা: 78/2, Hill Cart Road, Darjeeling – 734101, Near Punjab National Bank

যোগাযোগ: (0354)-2254735

৭. Kurseong Sub Divisional Hospital

ঠিকানা: P.B Road, Kurseong, Pin 734203

যোগাযোগ: 8927315151