Darjeeling : ঘুরতে যারা ভালোবাসেন তাদের কাছে অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল দার্জিলিং (Darjeeling)। বছরের বিভিন্ন সময় জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। তবে এবার যারা দার্জিলিং ঘুরতে যাবেন অথবা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের খরচ বেড়ে গেল। কেননা এবার মাথাপিছু বাড়তি একটি ট্যাক্স (Darjeeling Tourist Tax) দিতে হবে পর্যটকদের।
দার্জিলিঙে ঘুরতে আসা পর্যটকদের থেকে এবার যে ট্যাক্স নেওয়া হবে তা গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসেই ঘোষণা হয়েছিল। তবে পারিপার্শ্বিক বিভিন্ন চাপের কারণে সেই ট্যাক্স আর কার্যকর করা হয়নি। তবে এবার পারিপার্শ্বিক বিভিন্ন চাপকে সরিয়ে সেই নিয়ম কার্যকর হতে চলেছে, আর এমনটা হলে দার্জিলিং ঘুরতে আসার পর্যটকদের বাধ্যতামূলকভাবে বাড়তি ট্যাক্স দিতে হবে।
দার্জিলিংয়ে আসা পর্যটকদের জন্য নতুন যে কর বাধ্যতামূলক করা হয়েছে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সমস্ত হোটেল ও রিসোর্ট মালিকদের। শুধু জানিয়ে দেওয়া নয়, এর পাশাপাশি ওই করের জন্য যে কুপন দরকার সেই কুপন পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই যে কর নেওয়া হবে তা এই প্রথম নয়। ৩০ বছর আগেও এই ধরনের কর চালু করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই কর তুলে দেওয়া হয়। তারপর থেকে দীর্ঘ কয়েক বছর এমন কর আর নেওয়া হয়নি।
আরও পড়ুন : Digha Tour: দীঘা ঘুরতে যাওয়ার নিয়মে বদল, জেনে নিন আগস্ট থেকে নতুন কি করতে হবে
মূলত দার্জিলিং শহরকে জঞ্জাল মুক্ত রাখার জন্য পৌরসভায় তরফ থেকে যে সাফাই কাজ করা হয় তারই পরিপ্রেক্ষিতে এমন কর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পৌরসভার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু মোটেই খুশি নন হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ব্যবসায়ীরা। এই বিষয়ে ইকো ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান রাজ বসু জানিয়েছেন, ঠিক কি জন্য কর নেওয়া হচ্ছে তা পর্যটকদের কাছে স্পষ্ট নয়। এছাড়াও এই ব্যবস্থার ফলে পর্যটকরা দুর্নীতির মুখোমুখি হতে পারেন।
পর্যটকদের থেকে যে কর নেওয়া হবে তার জন্য প্রতি পর্যটকদের মাথাপিছু ২০ টাকা করে দিতে হবে। পৌরসভা মনে করছে, যে সকল পর্যটকরা ঘুরতে আসবেন তাদের এই সামান্যটুকু টাকা দিতে আশা করি কোন অসুবিধা হবে না। তবে এই ধরনের কর শুধু দার্জিলিঙে চালু হচ্ছে এমন নয়, সিকিমের মত জনপ্রিয় রাজ্যেও এই ধরনের কর রয়েছে।