NBSTC Darjeeling Bus: ৩০০০-৪০০০ টাকা খরচের দরকার নেই, এবার ১৪৩ টাকাতেই সোজা যাওয়া যাবে দার্জিলিং

Shyamali Das

Published on:

Advertisements

জলপাইগুড়ি: বছরের বিভিন্ন সময় দেশের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা প্রতিদিন ভিড় জমান শৈলশহর দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের পাশাপাশি আবার অনেকেই রয়েছেন যারা পার্শ্ববর্তী শৈলশহর অথবা গ্রাম্য এলাকায় ঘুরতে যান। এবার এই সকল পর্যটকদের জন্য একটি সুখবর রয়েছে। কেননা ৩০০০-৪০০০ টাকা নয়, মাত্র ১৪৩ টাকাতে সোজা পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং। এর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করেছে বাস পরিষেবা (NBSTC Darjeeling Bus)।

Advertisements

যে সকল পর্যটকরা দার্জিলিং অথবা পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে যান তাদের অধিকাংশই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তারপর গাড়ি ধরে গন্তব্যে পৌঁছান। এক্ষেত্রে তাদের গাড়ি ভাড়া হিসাবে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচ হয়। যাতায়াতের ক্ষেত্রে এই খরচ দ্বিগুণ হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই শৈলশহর পৌঁছাতে গিয়ে বাজেটের অর্ধেকের বেশি টাকা খরচ করে দিতে হয় কেবল যাতায়াতের জন্যই।

Advertisements

এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) পর্যটকদের সুবিধার জন্য বাস পরিষেবা চালু করেছে এবং সেই বাস পরিষেবার পরিপ্রেক্ষিতে মাত্র ১৪৩ টাকায় যাওয়া ও ১৪৩ টাকায় আসা হবে। হিসেব অনুযায়ী দার্জিলিং যাতায়াতের খরচ কয়েকগুণ বেঁচে যাবে পর্যটকদের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এমন পরিষেবা চালু করার ব্যবস্থা করার পরিপ্রেক্ষিতে পর্যটকদের খরচ অনেক কমে যাবে।

Advertisements

এর পাশাপাশি সামনেই দুর্গাপুজোর কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য দুটি প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে দুটি প্যাকেজ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হবে। এই সকল প্যাকেজ ট্যুরের বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে বারবার প্রচার করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন : Lakshmir Bhandar: টাকা নিতে নারাজ? জেনে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ছাড়ার পদ্ধতি

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে সবুজের পথে হাতছানি নামে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার জন্য ১৪ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ খরচ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় গ্যাংটক ও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হবে। থাকা-খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। এই প্যাকেজের আওতায় আরো বেশ কিছু জায়গা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ঘুরে দেখাবে, তবে প্রত্যেক ভ্রমণের জন্য আলাদা আলাদা প্যাকেজ রয়েছে।

সবুজের পথে হাতছানি নাম দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গ্যাংটক ও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ট্যুর করানোর পাশাপাশি শুধু কালিম্পং, দার্জিলিং ঘুরে দেখারও আলাদা প্যাকেজ রাখা হয়েছে। সাধারণত এমনিতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে খরচ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আওতায় প্যাকেজে গেলে খরচ অনেক কম হবে।

Advertisements