ফের পরিবর্তন আনা হলো আগস্ট মাসের লকডাউনের তালিকায়

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে সপ্তাহে দুদিন লকডাউনের দিনক্ষণ ঘোষণা নিয়ে বারবার তালিকা পরিবর্তন করতে দেখা গেল রাজ্য সরকারকে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রথম দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহে দুদিন লকডাউন চলবে আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত। দিনের তালিকা প্রকাশ করার সময় তিনি জানান লকডাউন হবে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯ এবং ৩০ শে আগস্ট। কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যে সেই সূচির পরিবর্তন ঘটিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানান, লকডাউন হবে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ শে। আর এবার এই সূচিরও পরিবর্তন ঘটানো হলো রাজ্য সরকারের তরফ থেকে।

নতুন করে সূচি পরিবর্তনের বিষয়ে মঙ্গলবার রাতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে ট্যুইট করে নতুনভাবে দিনক্ষণ পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের থেকে জানানো হয়, “সপ্তাহে দুই দিনের যে লকডাউন, সেই লকডাউনের তালিকা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন গোষ্ঠীদের থেকে তারিখ বদলের অনুরোধ এসেছে রাজ্য সরকারের কাছে। ওই তালিকায় বিশেষ কিছু সম্প্রদায়ের অনুষ্ঠান ও উৎসব রয়েছে। যে কারণে সাধারণ মানুষের ভাবাবেগের উপর নজর রেখে আগামী ২ এবং ৯ আগস্টের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।”

আর মঙ্গলবার রাতে দ্বিতীয় সংশোধনীর পর আগস্ট মাসে যে কয়েকটি দিন লকডাউনের আওতায় পড়ছে সেগুলি হল, ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ শে আগস্ট। অর্থাৎ এখনো পর্যন্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট মাসে মোট ৭ দিন পূর্ণ লকডাউন চলবে রাজ্যে।