Om Birla Daughter: প্রথম চেষ্টাতেই UPSC পাশ, লোকসভার স্পিকার ওম বিড়লার IAS মেয়ের কোয়ালিটি শুনলে থ হয়ে যাবেন

Prosun Kanti Das

Published on:

The daughter of Om Birla passed the UPSC exam on her first attempt: মেয়ের জীবনের রোল মডেল বাবা। বাবার ক্যারিয়ার দেখেই মেয়ে তার লক্ষ্য পূরণে সচেষ্ট হন। তবে বাবা জীবনের অনুপ্রেরণা হলেও বাবার কর্মে যুক্ত হয়নি ওম বিড়লা কন্যা। বেছে নিয়েছে অন্য ক্যারিয়ার জীবন। আর সেই ক্যারিয়ার জীবনে প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়েছে ওম বিড়লা কন্যা (Om Birla Daughter)। তবে বাবার সূত্রেই সংবাদ প্রতিবেদনের পাতায় তিনি। তার ক্যারিয়ার জীবন শুনলে হাঁ হয়ে যাবেন আপনিও। কিভাবে সাফল্য পেল? কিভাবে এক চটকায় বাজিমাত করল ক্যারিয়ার জীবনে? রইল সেই বিবরণ….

বিজেপি সাংসদ তথা লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। যিনি রাজস্থানের কোটা লোকসভা আসনে বিজয়ী হয়ে পরপর দুবার লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। যার প্রশংসায় সর্বক্ষণ পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত। তবে আজকেই প্রতিবেদন ওম বিড়লাকে নিয়ে নয়, তার কন্যা অঞ্জলিকে (Om Birla Daughter) নিয়ে। যিনিও ক্যারিয়ার জীবনে একজন সুপ্রতিষ্ঠিত মহিলা। কিভাবে গড়লেন তার ক্যারিয়ার জীবন? যা আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে।

লোকসভার স্পিকার ওম বিড়লা ও তার স্ত্রী অমিতার দুই মেয়ে বড় মেয়ে আকাঙ্ক্ষা বিড়লা ও ছোট মেয়ে অঞ্জলি বিড়লা। বাবা রাজনীতির সাথে যুক্ত হলেও মেয়েরা নিজ নিজ ভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর সেই দুই মেয়ের মধ্যেই জীবনে ইতিহাস গড়েছেন ছোট মেয়ে ওম বিড়লা। যিনি একজন IAS অফিসার। যিনি প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করেছিলেন। যে পরীক্ষায় বসার ক্ষেত্রে কন্যা পূর্ণ সমর্থন পেয়েছিলেন বাবা-মায়ের থেকে।

তথ্যসূত্র খবর, ওম বিড়লার ছোট কন্যার স্কুল জীবন শেষ হয় রাজস্থানের কোটার সোফিয়া স্কুলে। তারপর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজস কলেজ থেকে। তারপর থেকেই ওম বিড়লা কন্যার লক্ষ্য সচেষ্ট হয় UPSC ক্র্যাক করার। মূলত বাবার ক্যারিয়ার দেখেই ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন ছোটো কন্যা। সেই পরীক্ষার প্রস্তুতিতে বাবা মায়ের পাশাপাশি অঞ্জলিকে পূর্ণ সমর্থন করে তার দিদি আকাঙ্ক্ষা। প্রস্তুতি নিয়ে দেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম বসেই অসামান্য রেজাল্ট করেন অঞ্জলিশ যে ফলাফলে গর্বিত হয় ওম বিড়লা।

আরও পড়ুন 👉 Government New Rules: সরকারী কর্মচারীদের উপর বিশ্বাস উড়ল মমতার? জারি হল ব্যাপক কড়াকড়ি নিয়ম

২০১৯ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন অঞ্জলি বিড়লা। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২০ সালে। আর সেই ফার্স্ট অ্যাটেম্পটেই বাজিমাত করেন অঞ্জলি (Om Birla Daughter)। ২০২০ সালের আগস্ট মাসের ইউপিএসসির কর্ম ও প্রশিক্ষণ বিভাগের তালিকায় জ্বলজ্বল করে অঞ্জলি বিড়লার নাম। ৯৫৩ নম্বর পেয়ে র‍্যাঙ্ক করেন তিনি। যে তালিকায় জেনারেল, OBC, EWS, SC-র মোট ৮৯ জন পরীক্ষার্থী ছিল। বলা যায় ক্যারিয়ার জীবনে ইতিহাস গড়েন ওম বিড়লার ছোটো কন্যা। যিনি বর্তমানে রেল মন্ত্রকে কর্মরত।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী প্রার্থীদের কাছে সঠিক অধ্যক্ষ না হলেও প্রধানমন্ত্রীর কাছে তিনি সর্বক্ষণ কাছের। চলতি বছরের লোকসভায় ইন্ডিয়া প্রার্থী সুরেশকে পরাজিত করে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। রাজনীতিতে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। সাংসদ, স্পিকার সর্ব দিক থেকেই বেতন পান তিনি। তার সাংসদের বেতন ১ লাখ টাকা। পাশাপাশি বিভিন্ন কমিটির বৈঠকে যোগদানের ক্ষেত্রেও তিনি ভাতা পান। তবে সাংসদের অন্যান্য সদস্যদের মতো লোকসভা স্পিকার পদেও মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ কাল শেষ হলেও স্পিকার হিসেবে পেনশন, বিনামূল্যে বাসস্থান, ভ্রমণ, ফোন কল সমস্ত সুবিধা পাবেন।