ভারতের এই রেলস্টেশনে যাত্রীরা টিকিট কাটলেও ট্রেনে যাতায়াত করেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে হাজার হাজার রেলস্টেশন থাকলেও এমন একটি রেলস্টেশন (Railway station) রয়েছে যেখানে যাত্রীরা টিকিট কাটলেও ট্রেনে যাতায়াত করেন না। আজব এমন স্টেশন সম্পর্কে অনেকেই জানেন না। সেই স্টেশনের কথা এই প্রতিবেদনে অবশ্যই আপনাদের জানানো হবে। তবে তার আগে জানিয়ে রাখা দরকার, ভারতীয় রেল (Indian Railways) হল ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড। ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক।

Advertisements

ভারতীয় রেলের নিয়ম অনুসারে ট্রেনে (Train) যাতায়াত করার সময় যাত্রীদের টিকিট কাটা আবশ্যিক। টিকিট কাটা নাহলে সেই যাত্রীর বিরুদ্ধে রেলের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, ওই যাত্রীকে জরিমানার সম্মুখীন হতে হয়। তবে ভারতে এমন একটি রেলস্টেশন রয়েছে যেখানে টিকিট বুক করলেও যাত্রীরা ট্রেনে চড়েন না। এর পিছনে অবশ্য একটি কারণ রয়েছে।

Advertisements

এমন রেলস্টেশনটি রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে থাকা এমন রেলস্টেশনটির নাম হল দয়ালপুর (Dayalpur) রেল স্টেশন। যেখানে স্থানীয় ট্রেনের টিকিট কিনলেও ট্রেনে ভ্রমণ করেন না। এর পিছনে যে গল্প রয়েছে তা স্থানীয়দের কাছে একেবারেই মান সম্মানের। অনেকেই এটিকে মজার ছলে দেখলেও স্থানীয়রা কিন্তু দীর্ঘদিন ধরেই নিজেদের আত্মমর্যাদা বাঁচানোর জন্য এই লড়াই চালাচ্ছেন।

Advertisements

তথ্য থেকে জানা যায়, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দয়ালপুরে একটি রেলস্টেশন তৈরি করার জন্য ১৯৫৪ সালে তৎকালীন রেলমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে আবেদন জানান। এরপর সেই রেলস্টেশন তৈরি হয়। ৫০ বছর ধরে সেই রেলস্টেশনে সব ঠিকঠাক চললেও ২০০৬ সালে সেই রেলস্টেশন বন্ধ হয়ে যায়।

এই রেলষ্টেশনটি বন্ধ করে দেওয়ার কারণ হিসাবে কম সংখ্যক টিকিট বিক্রির কারণ তুলে ধরা হয়। ৫০ বছরের পুরাতন রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয়দের যাতায়াত করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। আর এই ভাবেই কেটে যায় ১৫ বছর। এরপর ২০২০ সালে স্থানীয় সাংসদ, বিধায়ক এবং সাধারণ মানুষদের প্রচেষ্টায় পুনরায় এই রেলস্টেশনটি চালু করে রেল। তবে যাতে ফের এই রেলস্টেশনটি বন্ধ হয়ে না যায় তার জন্য এলাকার বহু বাসিন্দা টিকিট কেনেন কিন্তু ট্রেনে চড়েন না। কারণ তারা চান এই স্টেশনটি যেন বেঁচে থাকে।

Advertisements