সুখবর, গাড়িতে FasTag লাগানোর সময়সীমা বাড়ালো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল চলতি বছর ৩১ শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি গাড়িতে FasTag লাগানো বাধ্যতামূলক। এই নতুন নিয়ম চালু হবে ২০২১ সালের প্রথম দিন থেকে। যদিও অন্তিমকালে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত বদল করে FasTag লাগানোর সময়সীমা বাড়িয়ে দিলো।

Advertisements

Advertisements

গতকাল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, দেশে প্রতিদিন ৫ কোটি গাড়ি জাতীয় সড়ক ব্যবহার করে থাকে। যাদের মধ্যে ২ কোটি ২৫ লাখ গাড়িতে ইতিমধ্যেই FasTag লাগানো হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ৬০% গাড়িতে FasTag লাগানো হয়েছে। আর FasTag না থাকা অবস্থায় কোনো গাড়ি যদি জাতীয় সড়ক ব্যবহার করে তাহলে সেই গাড়ির মালিককে দ্বিগুণ টোল দিয়ে যাতায়াত করতে হবে।

Advertisements

তবে বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে সুখবর দিয়ে বলা হলো এই FasTag লাগানোর সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। ফের সময়সীমা বাড়ানো হিসাবে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ১৫ ই ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে এই FasTag লাগানোর কাজ সেরে ফেলতে হবে গাড়ির মালিকদের।

Advertisements