A deal to buy 26 Rafale fighter jets for INS Vikrant is about to be signed between India and France: ভারত এবং ফ্রান্সের মধ্যে হতে চলেছে একটি নতুন রাফাল চুক্তি, তবে এটি এখন আলোচনার পর্যায় রয়েছে। দুই দেশ আলোচনা করছে এই চুক্তি নিয়ে যার জন্য খরচ হতে চলেছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। ২৬টি রাফালে চুক্তিবদ্ধ (Rafale Deal) হওয়ার জন্য দুই দেশের মধ্যে যে চুক্তি হবে তা সত্যি গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামীকাল ভারতে আসতে চলেছে ফরাসি সরকারের একটি দল। তারপরেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
দুই দেশের কর্মকর্তাদের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা হবে। এই গুরুত্বপূর্ণ চুক্তি আদৌ কতটা লাভজনক হবে দুই দেশের পক্ষে? চুক্তির পিছনে আসল উদ্দেশ্যই বা কি? যদি দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় তাহলে ভারতীয় নৌবাহিনীর জন্য যুদ্ধবিমান কেনা যাবে। এটি হলো এই চুক্তির (Rafale Deal) অন্যতম প্রধান উদ্দেশ্য।
ভারতের প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে জানিয়েছেন যে, ফরাসি সরকারের পক্ষ থেকে আলোচনা করা হবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে ফাইটার জেট চুক্তির (Rafale Deal) জন্য। যে ফরাসি দল ভারতে আসবে তাদের মধ্যে থাকবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রনালয় এবং শিল্পের কর্মকর্তারা। যার মধ্যে থাকতে চলেছে মূল সরঞ্জাম প্রস্তুতকারক ডাসাল্ট এভিয়েশন এবং থ্যালেস।
এই আলোচনা করবে ভারতের পক্ষ থেকে কারা অংশগ্রহণ করবে আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। অংশগ্রহণ করতে চলেছে প্রতিরক্ষা অধিগ্রহণ শাখা এবং ভারতীয় পরবর্তী নৌবাহিনীর সদস্যরা। সরকারি সূত্র মারফত জানা গেছে যে, এই চুক্তি (Rafale Deal) স্বাক্ষরিত হবে এই ঘর অর্থবর্ষের মধ্যে। দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তির মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী বাহক আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের জন্য ২৬টি রাফাল সমুদ্র জেট কেনার দরপত্র দিয়েছিল ভারত এবং তার প্রতিক্রিয়া জমা দিয়েছে ফ্রান্স।
এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফ্রান্স ও ভারতের মধ্যে যে বৈঠক হবে তা খুবই স্পর্শকাতর। আশা করা হচ্ছে যে আগামী ২০২৬ সালের মধ্যে ভারতে তৈরি প্রথম টুইন-ইঞ্জিন ডেক-বেসড ফাইটারের প্রোটোটাইপটি আকাশে উড়তে পারবে। পাশাপাশি ২০৩১ সাল থেকেই এই ধরনের বিমান তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই দেশে।