Dearness Allowance: রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া খবর! ডিসেম্বরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কত শতাংশ হবে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Dearness Allowance: মহার্ঘ ভাতা নিয়ে বিরাট খবর। চলতি বছরের শেষেই কি বৃদ্ধি পাবে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance)? ২০২৩ সালের ঘোষণা অনুযায়ী ২০২৪এ যা হয়েছে সেই অনুসারে তেমনটাই আশা করছেন বহু কর্মচারী। যদি রাজ্য সরকার তরফে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয় তাহলে তা ২০ শতাংশ পর্যন্ত পৌঁছাবে নাকি তার নিচেই থাকবে? কি জানাচ্ছে রাজ্য সরকার।

Advertisements

প্রসঙ্গত, সকল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিয়ে থাকে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রের অন্তর্ভুক্ত কর্মচারীদের ডিএ প্রদান করে কেন্দ্র। অপরদিকে রাজ্য তরফে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হয়। যে মহার্ঘ ভাতার পরিমাণ কেন্দ্রের তুলনায় রাজ্যের অনেকটাই কম। এবার সেই ডিএ বৃদ্ধি নিয়েই প্রশ্ন তুলল সরকারি কর্মচারীরা। কারণ ২০২৩এর ঘোষণা অনুযায়ী ২০২৪এর জানুয়ারিতে DA বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। সেই অনুসারে চলতি বছরেও সেই মতো ডিএ বৃদ্ধি হওয়ার আশা করছে রাজ্য সরকারি কর্মচারীরা।

Advertisements

আরো পড়ুন: MBBS পরীক্ষার নিয়মে আসছে বদল, স্বচ্ছতা বজায় রাখতে মানতে হবে কড়া নির্দেশ

মূলত ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২১ তারিখে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্যের মাননীয়া। আর সেই অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারিতে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার। আর তখন থেকে ১০% হারে মার্চ মাস পর্যন্ত ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। তারপর এপ্রিলে সেই মহার্ঘ ভাতার পরিমাণ আরো ৪ শতাংশ বৃদ্ধি করে রাজ্য সরকার। আর তখন থেকে এখনো পর্যন্ত ১৪% হারেই ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মচারীরা। যেখানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা।

Advertisements

আরো পড়ুন: লক্ষীর ভান্ডার পাবেন না এই মহিলারা, কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

তাহলে কি চলতি বছরেও রাজ্য সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? রাজ্যের সরকারি কর্মচারীরা পূর্বের ট্রেন্ড অনুসারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির আশা করলেও রাজ্য সরকার তরফে এখনো এই বিষয়ে কোনো কিছুই স্পষ্ট করেনি। এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে নয়া বেতন কমিশন কার্যকর হবে কি না সেই বিষয়েও অন্ধকারে রয়েছে সরকারি কর্মচারীরা। যেখানে সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

সাধারণত প্রতিবছর ২ বার করে DA বৃদ্ধি করে কেন্দ্র সরকার। প্রথম দফায় মার্চে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয় জানুয়ারিতে। অন্যদিকে দ্বিতীয় দফায় সেপ্টেম্বর-অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, যা কার্যকর হয় জুলাই মাসে। পূর্ব বছরের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারও ২ বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। তবে চলতি বছরে ডিএ বৃদ্ধির ঘোষণা হবে কিনা সেই আশাতেই রয়েছে সরকারি কর্মচারীরা।

Advertisements