উপনির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ, ‘মস্ত বড় পাগল’ কটাক্ষ অনুব্রতর

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : উপ নির্বাচন নিয়ে দিন কয়েক ধরেই চলছিল তৃণমূল-বিজেপি কাজিয়া। তবে শেষমেষ শনিবার নির্বাচন কমিশন মুর্শিদাবাদের দুটি কেন্দ্রের নির্বাচন সহ ভবানীপুরের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। আর এই ঘোষণার পরেই ফের একবার শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তর্জা।

Advertisements

উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সিউড়িতে এসে প্রশ্ন তোলেন, ‘এই নির্বাচন কি কেবলমাত্র মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য? তা না হলে কেন কেবলমাত্র তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা হলো। বাকি কেন্দ্রগুলি কি দোষ করলো?’

Advertisements

তবে দিলীপ ঘোষের এই প্রশ্নের পরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পাগল বলে কটাক্ষ করলেন। অনুব্রত মণ্ডলের কটাক্ষ, ‘ওতো একটা মস্ত বড় পাগল।’

Advertisements

দিলীপ ঘোষ এ দিন জানান, “আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে নির্বাচনের অনুকূল পরিবেশ নায়। শুধু আমরা বলিনি ওরাও বলেছে লোকাল বডি (পৌরসভা) নির্বাচনের ক্ষেত্রে। যে কারণে দু’বছর তিন বছর ধরে এই লোকাল বডি নির্বাচন করায় নি রাজ্য সরকার। আর হঠাৎ যদি অনুকূল পরিবেশ হয়ে থাকে তাহলে সাতটা উপ নির্বাচন হওয়া উচিত। কেন কেবলমাত্র তিনটিতে নির্বাচন হবে। যে কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি এমন হলো, তিনটে তে হতে পারে বাকিগুলোতে হবে না? সবার জন্যই সমান হওয়া উচিত। কেবল কি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রাখার জন্য নির্বাচন? নাকি অন্য কোনো কারণ আছে? সারাদেশে শুনছি নির্বাচন হচ্ছে না।”

এর পাশাপাশি এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, “এই নির্বাচন করা হচ্ছে কোনোরকম সাংবিধানিক সংকট দূর করার জন্য নয়, বরং পার্টির সংকট দূর করার জন্য। কারণ এই নির্বাচন না হলে, পার্টির সংকট হবে, মমতা ব্যানার্জির সংকট হবে। দারুণ ফাইট হবে। এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই। আমাদের এই ভারতীয় জনতা পার্টিই মুখ্যমন্ত্রীকে হারিয়েছে।”

আর দিলীপ ঘোষের নির্বাচন, উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন তোলার পর এই অনুব্রত মণ্ডল বলেন, “ওতো (দিলীপ ঘোষ) একটা মস্ত বড় পাগল। পৌরসভা তো রাজ্যের। পৌরসভা তো আর সেন্ট্রাল গভমেন্টের নয়। এটা তো তোমার সেন্ট্রাল ইলেকশন কমিশনের।”

Advertisements