নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আর এর উপর আবার গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ালো ডিসেম্বর মাসের রান্নার গ্যাসের দাম। পরপর দুমাস রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একই থাকলেও ডিসেম্বর মাসে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল দাম। যার পরেই মাথায় হাত মধ্যবিত্ত পরিবারগুলির।
প্রতি মাসের শুরুতে কেন্দ্রীয় তেল প্রস্তুতকারী সংস্থাগুলির তরফ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করা হয়। সেই মোতাবেক ডিসেম্বর মাসের জন্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলির তরফ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। নভেম্বর মাসে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ছিল ৬২০.৫০ টাকা। আর ডিসেম্বর মাসে তার দাম বেড়ে দাঁড়ালো ৬৭০.৫০ টাকা। একইভাবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম।
জেলাভিত্তিক সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম
কলকাতা : ৬৭০.৫০ টাকা, বীরভূম : ৬৯৩.৫০ টাকা (আসছে…)।
চলতি বছর সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেবার এক ধাক্কায় দাম বেড়েছিল ১৪৯ টাকা। তারপর তাদের ধীরে কমতে শুরু করে। তবে আবার জুন মাসে দাম বেড়েছিল ৩২ টাকা। এরপর সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রায় একই রকম ছিল। তবে বছরের শেষ মাসে তা এক ধাক্কায় বাড়লো ৫০ টাকা।
বর্তমান পরিস্থিতিতে যখন মানুষের আয়ের দিনের পর দিন তলানীতে ঠেকছে তখন এই ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলির সংসার চালানো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও এই মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বারংবার সরব হতে দেখা যাচ্ছে বিরোধীদের। কিন্তু সরব হলেও ফল নেই। আলু থেকে শাকসবজি সবের দামই এখন আকাশ ছোঁয়া, তারপর আবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া আরো দুশ্চিন্তা বাড়ালো মধ্যবিত্ত পরিবারগুলির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।