Decrease Medicine Price: সাধারণ মানুষদের পকেটে স্বস্তি! ৫৪টি ওষুধের দাম কমালো কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Decrease 54 Medicine Price by Central Government: মানুষের জীবনে রোগহীন, সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল ঔষধ। বহু মানুষ এমন আছেন যাদের প্রতি মাসে ওষুধের চাহিদা অনেক বেশি। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত দামি ওষুধ প্রতি মাসে যোগাড় করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আবার ওষুধ ছাড়া সুস্থ করাও যাবে না কোন রোগীকে। তাই ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু ওষুধের দাম কমানোর (Decrease Medicine Price) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ৫৪ টি জীবন দায়ী ওষুধের দাম কমানোর (Decrease Medicine Price) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওষুধ এবং ফর্মুলেশনগুলির দাম নির্দিষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সবচেয়ে বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ জীবন দায়ী ওষুধগুলির দাম কমানোরই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে কানের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ, হার্টের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ, ডায়াবেটিস এবং ভিটামিনের ওষুধও।

Advertisements

সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন ওষুধের দাম নির্ধারণ করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ওষুধের দাম কমানোর (Decrease Medicine Price) সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথোরিটির বৈঠকে। এটিকে ১২৪ তম বৈঠক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার ৫৪ টি ওষুধের ফর্মুলেশনের দাম নির্ধারণ করার কথা বলেছে। এছাড়াও বিশেষ ৪ টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Advertisements

আরও পড়ুন ? PMBJK in Rail Station: রেল স্টেশনেই মিলবে সস্তায় ওষুধ! ১০০ রেলস্টেশন নিয়ে বড় পরিকল্পনা রেলের

যে সমস্ত ওষুধগুলির দাম কমানো (Decrease Medicine Price) হবে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই ৫৪ টি ওষুধের মধ্যে রয়েছে কানের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ, হার্টের জন্য ব্যবহৃত ওষুধ ছাড়াও ডায়াবেটিস, ভিটামিন ডি, মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ওষুধগুলিও। কিছুদিন আগেও একবার ওষুধের দাম কমানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই সময় দাম কমানো হয়েছিল ৪১ টি সাধারণ ওষুধের। এরমধ্যে অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হার্ট ইত্যাদি ওষুধগুলিও ছিল। অর্থাৎ গত মাসেও এই ওষুধ গুলির দাম একবার কমানো হয়েছিল। বর্তমানে আরো একবার কমানো হলো এই ওষুধগুলির দাম।

গত মাসে আরও ৬ টি বিশেষ ওষুধের দামও কমানো (Decrease Medicine Price) হয়েছিল। তার মধ্যে ছিল লিভার, এলার্জি, গ্যাস ইত্যাদি ওষুধগুলি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয় রোগীকে। তাই এই ওষুধের দাম কমলে উপকৃত হবে দেশের কয়েক কোটি মানুষ। এমনই অভিমত প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সমীক্ষা বলছে ভারতবর্ষের প্রায় ১০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাই ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওষুধের দাম কমলে একসঙ্গে উপকৃত হবে ১০ কোটি মানুষ।

Advertisements