Apps: ফোনে এই সকল অ্যাপ থাকলে এখনই সরিয়ে দিন, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ বর্তমানে আমাদের অধিকাংশ মানুষের হাতেই এখন পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোন পৌঁছে যাওয়া মানেই একগুচ্ছ অ্যাপস (Apps)। যে সকল অ্যাপসের মাধ্যমে কঠিন জিনিসকে খুব সহজ করে দেওয়া হয়। তবে এই সকল অ্যাপের মধ্যেই আবার বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি লোভনীয় হলেও যেকোনো সময় অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। ফলে ওই ধরনের অ্যাপ থাকলে অবিলম্বে তখন থেকে সরিয়ে ফেলতে হবে।

Advertisements

বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ার কারণে একদিকে যেমন নানান ধরনের অ্যাপের মাধ্যমে আমরা দরকারি বিভিন্ন কাজ সেরে ফেলি, ঠিক সেই রকমই আবার ওই স্মার্টফোনের মাধ্যমে টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকি। যে কারণে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলি এতটাই বিপদজনক যে, ব্যবহারকারীদের স্মার্টফোন নিয়ন্ত্রণে এনে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে।

Advertisements

সরকারের তরফ থেকে এমন বিভিন্ন ধরনের অ্যাপ বেশ কয়েক বছর ধরেই সনাক্ত করা হচ্ছে, সেই সকল অ্যাপ সনাক্ত করার পাশাপাশি সেগুলিকে সাধারণ ব্যবহারকারীদের থেকে দূরে সরানোর জন্য কালো তালিকা ভুক্ত করা হচ্ছে। এসবের বাইরেও কিছু অ্যাপ রয়েছে যেগুলিও কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। সেই সকল অ্যাপ ফোনে ইনস্টল থাকলে অবিলম্বে তা ডিলিট করে দিতে হবে আর তা না হলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

আরও পড়ুন : Bank Of Baroda: ফিক্সড ডিপোজিটে ৭.৭৫% সুদ, ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এলো নতুন প্রকল্প

সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, whatsapp মালিকানাধীন সমস্ত মেটা এমন বেশ কিছু অ্যাপের তালিকা সামনে এনেছে যেগুলি অবিলম্বে ফোন থেকে সরিয়ে দেওয়া দরকার বলে জানানো হয়েছে। এই সকল অ্যাপগুলি মূলত এডিটিং অ্যাপ এবং ওই সকল এডিটিং অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। মেটার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই সকল অ্যাপ নিরাপদ না হলেও গুগল প্লে স্টোরে দিব্যি রয়েছে এবং চলছে।

মূলত ফটো এডিটিং বিভিন্ন অ্যাপের ক্ষেত্রেই এমন অভিযোগ আনা হয়েছে। যে সকল ফটো এডিটিং অ্যাপের ক্ষেত্রে এমন অভিযোগ আনা হয়েছে তার মধ্যে আবার ১৬ টি অ্যাপ রয়েছে যেগুলি চীনা অ্যাপ। এই সকল অ্যাপের মধ্যে কয়েকটি হলো বিউটিপ্লাস-ইজি ফটো এডিটর, বিউটিক্যাম, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, বি৬১২- বিউটি অ্যান্ড ফিল্টার, সুইট স্ন্যাপ। সুতরাং এই ধরনের অ্যাপ থাকলে সেগুলিকে সরিয়ে দিতে হবে বলেই মনে করছে মেটা।

Advertisements