Arvind Kejriwal net worth: বিতর্ক পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রীর, কত টাকার মালিক কেজরিওয়াল

Prosun Kanti Das

Updated on:

Delhi Chief Minister Arvind Kejriwal got involved in property controversy: রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হলেন আম জনতা পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জড়িয়ে পড়েছেন শিস মহল বিতর্কে। গত বুধবারও দিল্লির বিধানসভা উত্তপ্ত ছিল এই ইস্যুতে। বিজেপি বিধায়করা কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ করেছিলেন সেদিন। বিরোধী বিধায়করা দাবি করে যে, আম আদমি পার্টির কোটি কোটি টাকা খরচ করে সুবিশাল বাংলোর সংস্কার কাজ করেছেন বলে তিনি, এমনটাই অভিযোগ উঠেছে। আরো একটি প্রশ্ন অরবিন্দ কেজরিওয়ালকে বিতর্কে জড়িয়েছে সেটি হল, আসলে তিনি কত সম্পত্তির মালিক (Arvind Kejriwal net worth)?

মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ (Arvind Kejriwal net worth) জানলে মাথায় হাত পড়ে যাবে অনেকেরই। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর বেতন থেকে শুরু করে অন্যান্য ভাতা মিলিয়ে প্রায় চার কোটির সম্পত্তি রয়েছে, সূত্রের মাধ্যমে এমনটাই জানা গেছে। তিনি বার্ষিক বেতন বাবদ মোট টাকা পান ২০ লাখ। দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতি মাসের বেতন জল ৭২ হাজার টাকা। অন্যান্য ভাতা মিলিয়ে মাসে প্রায় সাড়ে ৮৪ হাজার টাকা পান তিনি।

আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ২০১৫ ও ২০২০-তে নতুন দিল্লি বিধানসভা এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেইসময় জাতীয় নির্বাচন কমিশনকে তিনি যে তথ্য দিয়েছিলেন সেটা অনুযায়ী, ২০১৫-য় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২.০৯ কোটি টাকা (Arvind Kejriwal net worth)। কিন্তু ২০২০ সালে যা বেড়ে দাঁড়ায় ৩.৪৪ কোটি। অর্থাৎ তার সম্পত্তির পরিমাণ বেড়ে যায় প্রায় ৬৪.১২ শতাংশ।

জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রীর মোট অলংকারের পরিমাণ হলো ৩২০ গ্রাম সোনা ও এক কেজি রূপা। তিনি জানিয়েছেন এছাড়া তার কাছে আর কোন অলংকার নেই। দিল্লির মুখ্যমন্ত্রীর রিয়েল এস্টেটের দিক থেকে মোট ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে(Arvind Kejriwal net worth)। দিল্লিতে তার চেয়ে একটি ফ্ল্যাট আছে, তার দাম প্রায় এক কোটি টাকা।

এইতো গেল তার সম্পত্তির পরিমাণ। এবার আসা যাক তার পছন্দসই গাড়ির বিষয়ে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির গ্যারাজে কি কি গাড়ি রয়েছে তার পছন্দমত? ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় যে গাড়ির খুব একটা শখ নেই আম আদমি পার্টির সুপ্রিমোর। বর্তমানে তার কাছে রয়েছে একটি মার্সিডিজ ও ভলভো গাড়ি।