নিজস্ব প্রতিবেদন : বয়স কেবল মাত্র সংখ্যা তা দিন কয়েক আগেই প্রমাণ করেছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। তিনি তেমনটা করেছিলেন এই বুড়ো বয়সে পরীক্ষা দিয়ে দশম ও দ্বাদশ শ্রেণি একসঙ্গে পাস করে। তবে দিন কয়েক কাটতে না কাটতেই তার এই কৃতিত্ব ঢাকা পড়ল তার কর্মকাণ্ডে। তার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছরের জেল খাটবেন তিনি।
হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আয় বহির্ভূত রোজগারের। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি তার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালতের বিচারক। তবে বয়সজনিত কারণে সাজা কম করার আবেদন জানান হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। যদিও সিবিআই এর তীব্র বিরোধিতা করে।
আয় বহির্ভূত রোজগারের এই মামলায় গত ২১ মে তাকে দোষী সাব্যস্ত করে দিল্লির দিল্লির রাউস অ্যাভিনিউর বিশেষ আদালত। আদালত জানাই আয়ের তুলনায় ১০৩ গুণ বেশি সম্পত্তি রয়েছে হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার। যা অঙ্কের কোন হিসাবেই খাপ খায় না। হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৯৯৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে এই বিপুল সম্পত্তি করেছেন এবং এর উৎস সম্পর্কে তিনি সঠিক উত্তর দিতে পারেনি।
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার বিরুদ্ধে ২০০৫ সালে প্রথম মামলা করা হয়। ২০১০ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। যে চার্জশিটে উল্লেখ করা হয় ওই সময়ে আয় বহির্ভূত রোজগার। এই মামলাতেই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালাকে চার বছরের জেল, ৫০ লক্ষ টাকা জরিমানা এবং তার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক।
ওম প্রকাশ চৌটালা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১৩ সালে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত। তিন হাজারেরও বেশি জুনিয়র শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেবারও আদালত তাকে জেলের সাজা দিয়েছিলেন।