করোনার ডেল্টা ও ইউকে প্রজাতির সন্ধান বাংলাতে, বাড়ছে আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ থেকে আস্তে আস্তে বেরিয়ে এলেও সম্প্রতি নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে বাংলাতে করোনার ডেল্টা ও ইউকে প্রজাতির সন্ধান মেলায়। এই দুটি প্রজাতি অনেক বেশি সংক্রামক। যে কারণে স্বাভাবিকভাবেই আশঙ্কা আরও বাড়তে শুরু করেছে।

ডেল্টা এবং ইউকে এই দুই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। আর এবার এই জেলায় এই নতুন দুই প্রজাতির সন্ধান মেলায় জেলা প্রশাসনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।

সম্প্রতি শিলিগুড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় কল্যাণীর জেনোমিক্সে। সেই সকল নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, মোট পাঁচ জনের শরীরে ডেল্টা প্রজাতির উপস্থিতি করা গিয়েছে। এরা শিলিগুড়ির সূর্যসেন কলোনি, নৌকাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক রোগী ও মংপুর রিশপের বাসিন্দা। অন্যদিকে সিকিমে সম্প্রতি ৯৭ জনের শরীরে ডেল্টা প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে।

তবে শুধু ডেল্টা প্রজাতি নয়, এর পাশাপাশি শিলিগুড়ির আরও দুজনের শরীরে মিলেছে ইউকে প্রজাতির খোঁজ। এই দুজন হলেন শিলিগুড়ির মহামায়া কলোনি ও মাটিগাড়ার তুম্বা জোতের বাসিন্দা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এই দুই প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়ায় রাজ্য সরকারের তরফ থেকেও একাধিক ক্ষেত্রে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নজরদারি বাড়ানো হচ্ছে নাইট কার্ফুতে।

কিন্তু কিভাবে খোঁজ মিলল এই দুই প্রজাতির

জানা যাচ্ছে, গাইডলাইন অনুযায়ী করোনার টিকা নেওয়ার পরেও যে সকল ব্যক্তিরা করোনায় আক্রান্ত হচ্ছেন অথবা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন এমন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আর সেই নমুনা পরীক্ষা করার পরেই ৫ জনের শরীরে ডেল্টা প্রজাতি এবং দুজনের শরীরে ইউকে প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে।