Bajaj Freedom 125: বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করল বাজাজ, ইতিমধ্যেই ভারতীয় মার্কেটে বেশ ভালোরকম আলোড়ন ফেলেছে এই বাইকটি। পরিবেশের কথা চিন্তা করে এবং জ্বালানি সঞ্চয় করার জন্য বর্তমানে বৈদ্যুতিক থেকে শুরু করে সিএনজি সমস্ত ধরনের বাইক এবং স্কুটার মার্কেটে এসেছে। বাজাজ অটোর এই নয়া উদ্ভাবন সত্যিই মন কেড়েছে বাইকপ্রেমীদের।
বর্তমানে বাজাজের ফ্রিডম 125-র (Bajaj Freedom 125) জনপ্রিয়তা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে আমজনতার মধ্যে। বাজাজের এই বাইকটি নজির গড়েছে মাত্র দুই মাসের মধ্যে। বিক্রির দিক থেকে ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। বাইকটির প্রধান বৈশিষ্ট্য হল সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং অত্যাধুনিক ফিচারস।
খুব অল্প সময়ের মধ্যেই দারুন সফলতা অর্জন করে নিয়েছে বিশ্বের প্রথম সিএনজি বাইক Bajaj Freedom 125। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের মধ্যে যে উন্মাদনা দেখা গেছে তা সত্যি অভাবনীয়। দুমাসে এই বাইকের ৫০০০ ইউনিট বিক্রি হয়েছে। কোম্পানির কাছে এর থেকে বড় সাফল্য আর হতে পারে না। ভারত তথা বিশ্বের বাজারে বহু পেট্রোল বাইক রয়েছে কিন্তু বাজাজের এই বাইকটি (Bajaj Freedom 125) মানুষ বেশি পছন্দ করছেন।
আরো পড়ুন: চলে এলো রয়াল এনফিল্ডের বিকল্প, ৯৪২ টাকায় পেয়ে যান দুর্দান্ত বাইক
Bajaj Freedom 125-এ একাধিক অত্যাধুনিক ফিচারস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল এর ইঞ্জিন। এতে আছে একটি শক্তিশালী 125cc ইঞ্জিন, শুধু যে ভালো পাওয়ার প্রদান করে তা নয় মাইলেজও দেয় ভালো। বাইকটির ডিজাইন মন কেড়েছে আমজনতার। শুধুমাত্র তরুণরা নয় মধ্যবয়স্ক মানুষেরাও খুব সহজে এই বাইক চালাতে পারবেন। বাইকটিতে ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরামদায়ক সিটের সুবিধা রয়েছে, আপনি যদি দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে চান তাহলে বাজাজের এই সিএনজি বাইকের মত আরাম আর কোথাও পাবেন না।
কেনো এত সফলতা পেল বাজাজ ফ্রিডম 125 (Bajaj Freedom 125)? এই সিএনজি বাইকের সাফল্যের প্রধান চাবিকাঠি হল, সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং দুর্দান্ত বৈশিষ্ট্য। পাশাপাশি রয়েছে বাজাজ কোম্পানির দুর্ধর্ষ প্রযুক্তি এবং পরিষেবা নেটওয়ার্ক। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য যা যথেষ্ট। বাইকটি খুব স্বল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। দুই মাসে ৫০০০ ইউনিট বিক্রি ইঙ্গিত দেয় যে এই বাইকটি গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে।