নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব বেড়েছে ইন্টারনেটের। দেশের বিপুল সংখ্যক মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন। কাজে হোক অথবা বিনোদনের জন্য ব্যবহারকারীরা এই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এবার এই ইন্টারনেট সহজে পৌঁছে দেওয়ার জন্য নয়া পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র।
মঙ্গলবার ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের একটি অনুষ্ঠান ছিল। যেখানে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ টেলিকমের ডিডিজি বিবেক নারায়ণ। যেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে হটস্পট জোন তৈরি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ১০০টি হটস্পট জন্য তৈরি করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় আগামীদিনে ১৭ হাজার ওয়াইফাই হটস্পট জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। আগেও যে সকল ওয়াইফাই হটস্পট জন্য তৈরি করা হয়েছে সেগুলি এই প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পের আওতায়।
DOT ছাড়াও উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে ৬০ হাজার গ্রামীণ অঞ্চলে ওয়াইফাই হট স্পট জোন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করা হবে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পের হাত ধরেই। পুরো এই প্রোজেক্টের জন্য এখনো পর্যন্ত ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় যাতে খুব সহজে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যায়। পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রেও যাতে সহজে wifi-hotspot পরিষেবা পৌঁছে ইন্টারনেট পৌঁছে যায়। কেন্দ্রের এই ওয়াইফাই হটস্পট পরিষেবা সর্বত্র পৌঁছে যাওয়ার ফলে কোন পর্যটককে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর ক্ষেত্রে আলাদা করে বার বার রিচার্জ করতে হবে না। একবার রিচার্জ করলেই সেই রিচার্জের মাধ্যমে দেশের সর্বত্র ইন্টারনেট পরিষেবা বহন করতে পারবেন।