Money Deposit: সাধারণত কষ্ট করে উপার্জন করা টাকা প্রত্যেকটি মানুষই জমিয়ে রাখে ব্যাঙ্কে। আসলে নিজের টাকাকে সুরক্ষিত এবং নিরাপদভাবে রাখার জন্য সবাই ব্যাঙ্কে টাকা রাখে। তবে ব্যাঙ্কে রাখা টাকা আদৌ কি নিরাপদ? কে এই টাকার নিরাপত্তা দেয়? ডিপোজিট ইনস্যুরেন্স। গ্রাহকদের ডিপোজিটের বিমা করে ব্যাঙ্ক। ব্যাঙ্ক যদি ডুবে যায় বা দেউলিয়া হয়ে যায়, তখন বিমা কোম্পানি গ্রাহককে টাকা দেয়।
বেশিরভাগ সময় দেখা যায় যে একজন গ্রাহক একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন। তাহলে কী তাঁর ডিপোজিট (Money Deposit) আলাদা আলাদা ভাবে বিমা করা হবে? ডিপোজিট ইনস্যুরেন্সের এমন বহু বিষয় রয়েছে যা সাধারণ মানুষ জানে না সেগুলোই আজকে জানতে হবে। কষ্ট করে উপার্জিত করা টাকা কিভাবে সঠিকভাবে সঞ্চয় করা যায় তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে।
প্রথমেই আপনাদের জেনে নিতে হবে? ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন আসলে কি? ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন হল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানাধীন সাবসিডিয়ারি সংস্থা এরা গ্রাহকদের ব্যাঙ্কে জমানো টাকার (Money Deposit) ইনস্যুরেন্স করে থাকে। ব্যাঙ্ক যদি কখনো কোন কারনে দেউলিয়া হয়ে যায় কিংবা ডুবে যায় তাহলে গ্রাহকের কষ্টার্জিত টাকা রক্ষা করাই এদের প্রধান কাজ।
আরো পড়ুন: RBI-এর কোপে দুই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক, জরিমানা খেল ২.৯১ কোটি টাকা
ডিআইসিজিসি সাধারণত বীমা প্রদান করে থাকে সেভিংস, ফিক্সড, কারেন্ট, রেকারিং সহ বিভিন্ন ডিপোজিটের (Money Deposit) জন্য। সাধারণত বেশি কিছু ডিপোজিটের জন্য কখনোই বিমা করা হয় না। ধরুন বিদেশি সরকারের আমানত, কেন্দ্র বা রাজ্য সরকারের আমানত, আন্তঃব্যাঙ্ক আমানত, রাজ্য সমবায় ব্যাঙ্কে রাজ্য ভূমি উন্নয়ন ব্যাঙ্কের আমানত, ভারতের বাইরে থেকে প্রাপ্ত আমানত এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পূর্বানুমতি নিয়ে ডিআইসিজিসি দ্বারা বিশেষভাবে ছাড় দেওয়া যেকোন পরিমাণ।
এবার প্রশ্ন জাগতে পারে এই বিমার টাকা আসে কোথা থেকে? নিয়ম অনুসারে যেই ব্যাঙ্ক বিমা করায়, তাকেই ডিপোজিট ইনস্যুরেন্সের প্রিমিয়ামের টাকাও দিতে হয়। ভারতের বিভিন্ন ব্যাঙ্কে যেসব গ্রাহকরা টাকা রাখে তাদের জন্য সুদ এবং আসল মিলিয়ে মোট ৫ লাখ টাকার বিমা করা হয়। প্রতিটা ব্যাঙ্কের জন্য অবশ্য এই বিমান পরিমান হবে আলাদা আলাদা। ধরুন একজন গ্রাহকের দুটি আলাদা ব্যাঙ্কে ডিপোজিট আছে তাহলে তিনি প্রতিটিতে ৫ লাখ টাকা করে কভার পাবেন।