নতুন ট্রেনের দাবিতে ডেপুটেশন, দাবি না মিটলে রেল বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের সদর শহর সিউড়ি, অথচ সিউড়ি থেকে রাজ্যের রাজধানী কলকাতার রেল যোগাযোগ বছরের পর বছর ধরে ধুঁকছে। বারংবার নানান দাবি দাওয়া সত্ত্বেও এই দাবি পূরণ হয়নি, বরং চলতি মাসে ১ তারিখ থেকে সিউড়ি হাওড়া এক্সপ্রেস ট্রেনটি সিউড়ি স্টেশন থেকে তুলে নেয় রেল কর্তৃপক্ষ। যার পর একের পর এক বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, ক্ষোভ জন্মেছে সিউড়ির বাসিন্দাদের মধ্যে। আর এরই মাঝে সিউড়ি ব্যবসায়ী সমিতির তরফ থেকে বুধবার একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সিউড়ি রেল স্টেশন ম্যানেজারকে।

সিউড়ি ব্যবসায়ী সমিতির তরফ থেকে ডেপুটেশন দিয়ে দাবি করা হয়, সিউড়ি থেকে ভোর পাঁচটা নাগাদ একটি কলকাতাগামী নতুন ট্রেনের। যে ট্রেনটি সকাল দশটার মধ্যে হাওড়া ঢুকবে। যাতে করে সিউড়ির স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা নিশ্চিন্তভাবে তাদের কাজ সেরে বাড়ি ফিরে আসতে পারেন।

নতুন ট্রেনের দাবি-দাওয়া প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান, সঠিক সময়ে ট্রেন না থাকায় আমাদের বাসে করে যাতায়াত করতে হয় কলকাতায়। বাসের ভাড়া রেলের ভাড়ার কয়েকগুণ বেশি। যে কারণে স্বাভাবিকভাবেই আমরা যে সকল জিনিসপত্র কলকাতা থেকে আনছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। আর সেই দাম মেটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আর আমরাও প্রতিযোগিতার বাজারে অন্যান্য বাজারের তুলনায় পিছিয়ে পড়ছি।

নতুন ট্রেনের দাবি দাওয়া নিয়ে এদিন সিউড়ি স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, ডেপুটেশনের মাধ্যমে যদি আমাদের দাবি দাওয়া পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। প্রয়োজনে সিউড়ি স্টেশনে রেল বন্ধ করে দেবো।