আসানসোল মালদা টাউন ট্রেনকে স্থায়ী ও প্রতিদিন করার দাবিতে ডেপুটেশন

Shyamali Das

Updated on:

রায়হান রেজা : নভেম্বর মাসের ২৮ তারিখে আসানসোল থেকে মালদা টাউন যাওয়ার একটি স্পেশাল ট্রেনের (০৩৫১৮ ও ০৩৫১৭) বন্দোবস্ত করে পূর্ব রেল। যে ট্রেনটি সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার যাতায়াতের সময় বীরভূমের বেশিরভাগ স্টেশন স্টপেজ দিতে শুরু করে। কিন্তু এই ট্রেনটি স্থায়ী নয় বলে জানা যায়।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়, জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালানো হচ্ছে এই রুটে। কিন্তু বীরভূমের বেশিরভাগ বাসিন্দাদের দাবি এই ট্রেনটি স্থায়ী করা হোক, পাশাপাশি প্রতিদিন করা হোক। সেই দাবিতে বুধবার রাজগ্রাম স্টেশনের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজগ্রাম স্টেশন ম্যানেজারকে একটি ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনের আরও দুটি প্রতিলিপি পাঠানো হয় হাওড়া আসানসোল ডিভিশনকে।

রাজগ্রাম প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ গণস্বাক্ষর সংগ্রহ করে এই ডেপুটেশন তুলে দেন রাজগ্রাম স্টেশনের স্টেশন ম্যানেজারকে। এলাকার ব্যবসায়ীবৃন্দ এবং প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, “রাজগ্রাম হল ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের শেষ স্টেশন। এই স্টেশনের সাথে জেলার সদর শহর সিউড়ি যাওয়ার কোন যোগাযোগ নেই। কিন্তু এই ট্রেনটি পাওয়ায় আমাদের খুব সুবিধা হতে শুরু করে। কিন্তু শুনছি ট্রেনটি জানুয়ারি মাসের ২ তারিখ বন্ধ হয়ে যাবে। আমরা চাই ট্রেনটি স্থায়ী করা হোক এবং ট্রেনটিকে প্রতিদিন চালানোর ব্যবস্থা করা হোক।”

রাজগ্রাম স্টেশন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়, ডেপুটেশনের মারফত আমাদের দাবি রেল কর্তৃপক্ষ মেনে না নিলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

রাজগ্রাম স্টেশনের স্টেশন ম্যানেজার জানান, “স্থানীয় বাসিন্দারা আমায় একটি ডেপুটেশন দিয়েছে আসানসোল থেকে মালদা টাউন যাওয়ার ০৩৫১৮ ও ০৩৫১৭ ট্রেনটিকে স্থায়ী এবং প্রতিদিন করার জন্য।”